
ফেসবুক লাইভ ভিডিও অপশনটির সুবিধা হচ্ছে খেলা বা গুরুত্বপূর্ণ সংবাদ সরাসরি পাওয়া যায়।
অন্যদিকে হাজারো বন্ধুতালিকার মধ্যে কেউ এমনিতেই 'লাইভ' দেয়। বার বার লাইভ নোটিফিকেশন বিরক্তিকর!
ফেসবুকে লাইভ নোটিফিকেশন বন্ধ করা যায় যেভাবে:

Settings - Notifications - On facebook - Live videos - All off.
অন্যান্য নোটিফিকেশনসগুলো এখান থেকে ইচ্ছেমতো বন্ধ বা চালু করতে পারবেন।
লাইভ ভিডিও দেয়ার ক্ষেত্রে (যারা জানেননা তাদের জন্য) কিছু বিষয় লক্ষ্য রাখবেন:
১: ভিডিও করার সময় ক্যামেরা অবশ্যই ল্যান্ডস্কেপ/horizontal/ সমতলভাবে ধরা উচিত।
প্রোট্রেট/vertical/ লম্বভাবে করা ভিডিও আপলোড করলে দুইপাশে কালো দেখাবে।
২: ভিডিও করার সময় পর্যাপ্ত আলো আছে কিনা দেখুন।
৩: মোবাইল কাঁপাকাপি যেনো না হয়, প্রয়োজনে ফোন দুই হাতে ধরে ভিডিও করুন (ফোনে stabilization অপশন থাকলে অন করুন)।
৪: ভয়েস দেয়ার ক্ষেত্রে অডিও সাথে noise যেনো না আসে লক্ষ্য রাখুন।
ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




