কাঁঠালের খোলা কোষে উড়ে বসা মাছির মত
একটা কবিতা ইদানিং উড়ে বসে
মগজের গায়ে
গুন গুন করে শোনায় বোধের গজল।
চুলকানি উঠা ক্ষতের মতো উসখুস করে
কলমের নিব
কাগজের গায়ে এঁকে দিলে কবিতা বিরাট
সেও যেন পেয়ে যায় প্রসূতির সুখ।
রঙধনু থেকে তাই রঙ করি ধার
রঙ দিয়ে আঁকি রোজ স্বপ্ন অপার
কবিতারা হেটে যায় হাতে রেখে হাত
এক সাথে গেয়ে ওঠে আজাদ আজাদ।
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০১০ দুপুর ২:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




