সবাই যদি ভাবতে পারে আকাশ কুসুম স্বপ্ন আঁকার রঙ
আমিই কেন একলা বসে হাত পা ছুড়ে কান্না করি?
বদ খেয়ালে রঙের কৌটা উল্টে ফেলে করছি ভড়ঙ?
সঙের তালে মঞ্চ নাটক; নিজেই বাঁচি নিজেই মরি?
তারচে ভালো আকাশ দেখে কাটিয়ে দেয়া সবটুকু ণ
দুষ্টমীতে আকুল হয়ে চাঁদ মেয়েটার গাল টিপুনী
বাতাস দেখে লাটাই নিয়ে ছুটতে থাকা ফুসলিয়ে মন
কলাই ক্ষেতে উপুড় হয়ে শাক কুড়ানো ওই 'রিপুনী'।
এসব ছবি আঁকতে গেলে নেই প্রয়োজন তুলির আঁচড়
নেই প্রয়োজন রঙের ভেতর ডুবতে থাকা, ভাসতে থাকা
এসব কিছু আঁকতে পারি একটু যদি হই না নাছোড়
শহর মাঝে নিত্য আমার আজব এসব স্বপ্ন আঁকা।
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০১০ দুপুর ২:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




