স্বপ্ন আঁকি স্বপ্ন আঁকি স্বপ্ন আঁকি ধুম
স্বপ্ন আঁকার ক্যানভাসে আজ রং তুলি দে চুম।
আকাশ যখন ঝিম ধরে যায় বাতাস থাকে চুপ
আপন মনে বৃষ্টিরা গায় টুপ টুপা টুপ টুপ
পাখির চোখে কোথায় তখন স্বপ্ন সুখের ঘুম?
মাঠের পরে কিষাণ যখন উপুড় থাকে
বীজ কি তখন কল্পনাতে স্বপ্ন আঁকে?
সেই খুশিতে মাটির বুকে বাড়তে থাকে উম?
রাখাল যখন বাজায় বাঁশি অর্ফিয়ুসের সুর
দেও দেবতা চুপ মেরে যায় চুপ যে পাতাল পুর
ইউরিদিসের নূপুর কোথায় ঝুম ঝুমা ঝুম ঝুম?
স্বপ্ন আঁকি স্বপ্ন আঁকি স্বপ্ন আঁকি ধুম
স্বপ্ন আঁকার কান্ত আবেশ এক নিমিষে গুম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




