আকাশটাকে বলছি ডেকে ভায়া
এত্তো বড় ছাদ তবুও দাওনা কেন ছায়া
আকাশ বলে ঠোঁট বাঁকিয়ে মুখ বাঁকিয়ে
আর বাঁকিয়ে নাক
ছায়াবাজির ওসব কথা আজকে তবে থাক
আজকে এসো গল্প-গানে দেই কাটিয়ে দিন
দেই কাটিয়ে হতাশ হতাশ দুঃখগুলোর চিন্
গোত্তা মেরে অমনি বলি- না
আজকে শুধু ছায়ার কথা ছায়ার বন্দনা
অন্যকিছু অন্যদিনে বেশ যাবেতো বলা
আজকে শুধু ছায়ার কথা ছায়ার ছলা-কলা
ক্ষনেক সময় চুপ করে ফের আকাশ বলে শোনো
ছায়ার কথাই বলছি তবে ছায়ার দোনোমোনো
বুকের মাঝে সূর্য রাখি চাঁদ রাখি আর তারা
অমনিভাবে মেঘকে রাখি মেঘের বন্ধু যারা
সূর্য ছড়ায় তাপ ও আলো চাঁদটা ছড়ায় হাসি
তারার ভেতর স্বপ্ন হাটে গল্প রাশি রাশি
মেঘের মাঝে জল থাকে আর মেঘের ভেতর ছায়া
মেঘের ভেতর লুকিয়ে থাকে সব ছায়াদের কয়া
সূর্য চাঁদ আর মেঘ তারারা স্বাধিন সবাই স্বাধিন
নিজের মতো হাসবে তারা নাচবে তাধিন তাধিন
কর্ম আমার ওদের শুধু বুকের মাঝে রাখা
বুকের মাঝে স্বাধিনভাবে ঘুরতে দেওয়া চাকা
তাই না করে করতে গেলে ছায়ার খবরদারি
মেঘ-তারারা কাঁদবে সবাই করবে আহাজারি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




