চাকুরী পাওয়া আর চাকুরীর উন্নতির মাঝে বিস্তর ব্যবধান।অতীত এর তুলনায় বাংলাদেশ এর Job Market এখন অনেক উম্মুক্ত,অনেক প্রসারিত।পত্রিকা খুললেই দেখা যায় হরেক রকমের চাকুরীর Advertisements।সরকারী, করপোরেট, Multinational, ব্যাংক, গর্মেন্স,Teaching কত রকমেরই না চাকুরী। আর এইসব চাকুরী পেতে হলে আবার নানারকম তড়িকা।কখনও মেধা,কখনও রেফারেন্স,কখনও ঘুষ,আবার কখনও বা তদ্বীর।এত কিছুর পর না হয় আপনি একটা চাকুরী পেয়েই গেলেন। কিন্তু বিশ্বাস করুন চাকুরীর শুরুতে আপনি যদি সঠিক চাবিটি খুজে না পান,তবে আপনার এত শখের চাকুরীটা আপনার কাছে এক সময় Nightmare মনে হবে।100 মিটার Sprint এর মতো আপনি শুরুতেই যতটা Fast হবেন, আপনার লক্ষ্যে পৌছানোর চান্সও তত বেশী।নয়তো দেখবেন এক সময় বয়স,কর্মক্ষমতা,উদ্দী্পনা ও Experience নামক প্রতিপক্ষের কাছে আপনি অনেক আগেই হেরে বসে আছেন।
আমার অফিসে বেশ কিছু ছেলে কাজ করে যাদের এটাই প্রথম Job।এদের কে খুব কাছ থেকে দেখবার আমার সুযোগ হয়েছে।চাকুরীর শুরুটা ভালো করতে হলে দুটো Factor খুব Important। এর একটি হলো Job এর প্রতি Commitment আরেকটি হলো নিজের প্রতি Commitment. Job এর প্রতি Commitment এর প্রথম শর্তই হলো নিজের Job Description টা আগে বোঝা। মানে Company আপনার কাছে কি চায়? পাশাপাশি আপনার কাজগুলো যথাসম্ভব নির্ভুল ভাবে করার চেষ্টা করুন।নিজেই নিজের Problem Solve করার চেষ্টা করুন।Smartly আপনার কলিগ এবং বসদের সাথে Communicate করার চেষ্টা করুন।বসদের Confident level টা আপনার উপরে যেন সবসময়ই বেশী থাকে।বেতন,বোনাস এইসব Issue তে নিজেদের মধ্যে কানাঘুষা না করে Boss এর সাথে সরাসরি আলাপ করতে পারেন।সর্বপরি নিজেকে আপনার প্রতিষ্ঠানের জন্য অপরিহার্য করে তুলুন। মনে রাখবেন, সততা এবং পরিশ্রম এর কিন্তু কোনই বিকল্প নেই।
তাই চাকুরীর শুরুটা যদি চমৎকার না হয়, আপনার কাঙ্ক্ষিত স্বপ্নটা সত্যি নাও হতে পারে। অণ্জন দত্তের বেলা বোস আপনার জন্য অপেক্ষা করে নাও থাকতে পারে। তখন কিন্তু শুধু চিৎকার করে বলতে হবে......হ্যালো..এটা কি 2441139...ধূত ছাই 2441139....
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১০:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




