মরহুম হুমায়ূন স্যারের শেষ উপন্যাস দেয়াল পড়ার স্বভাবতই অনেক আগ্রহ ছিলো। বইটা পড়লাম। বেশ সুন্দর। ঐতিহাসিক পটভূমির উপর লিখিত বইটা বলা যায় বেশ নিরপেক্ষ দৃষ্টিকোন এ লিখেছেন।আমি বিশ্বাস করি উনার যে বিশাল পাঠকশ্রেনী রয়েছেন তাদের গভীর আস্হা রয়েছে উনার প্রতিটি বক্তব্যর উপর। বইটা শেষ হয়েছে প্রেসিডেন্ট জিয়ার মৃত্যু দিয়ে। উনি প্রেসিডেন্ট জিয়ার সংক্ষিপ্ত শাসনামল সম্পর্কে positive যা বলেছেন সেটা হলো উনি সৎ ছিলেন , তার শাসনামলে কোন প্রাকৃতিক দূর্যোগ হয়নি এবং সৌদি আরবের বাদশা ও বেলজিয়ামের রাজপরিবারের সাথে তার বন্ধুত্বের কথা। জিয়া সম্পর্কে কি শুধু এইটুকুই বলা যায়? কয়েকটা বিষয় কি জাতি কোনদিন অস্বীকার করতে পারবে যেমন:
বাংলাদেশ স্বাধীনতা পরবর্তিতে মুসলিম বিশ্বের Support হারিয়েছিল। উনি প্রথম মধ্যপ্রাচ্যের সাথে সম্পর্ক develop করেন এবং শ্রমিক পাঠানো শুরু করেন। বাংলাদেশের আজকের যে বিপুল remitance এটার ভিত্তি গড়েন উনি।
উনি বুঝেছিলেন খড়া মৌসুমী আমাদের ভারতের উপরে নির্ভরশীল থাকলে চলবেনা। তাই বর্ষার পানিকে তিনি সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চেয়েছিলেন খাল কাটার মাধ্যমে।
উপজাতি অধ্যুসিত পার্বত্য চট্গ্রামে বাঙালীদের অবস্হান নিশ্চিত করছেন উনি। নইলে এতোদিনে আমরা পার্বত্য চট্টগ্রাম হারাতাম।
উনি প্রথম বুঝিয়েছেন জাতীয়তাবাদ কি জিনিস? এই কারনেই বাংলাদেশ আজকে নেপাল, ভুটান বা সিকিম নয়।
প্রেসিডেন্ট জিয়াকে স্যালুট।
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




