এ যন্ত্রটির তিনটি অংশ রয়েছে, একটি সানগ্লাস যার মধ্যখানে বসানো আছে একটি ক্ষুদে ডিজিটাল ভিডিও ক্যামেরা,আছে মোবাইল ফোনের মতো একটি Base Unit যা আসলে একটি কম্পিউটার এবং ললি পপের মতো মুখে পুরে রাখার জন্য একটি সেন্সর(sensor)।
[img|http://media.somewhereinblog.net/images/thumbs/HealthVision007_1256904269_3-device-lets-blind-see-with-tongues_1.jpg।
সানগ্লাসে বসানো ভিডিও ক্যামেরাটি ছবি তুলে তা Base Unit-এ পাঠিয়ে দেয় যা ডিজিটাল সিগন্যালগুলোকে বৈদ্যুতিক তরঙ্গে(Electric Pulse) রূপান্তরিত করে।ক্যামেরার ফটোগ্রাফিকে নিয়ন্ত্রণ করার জন্য বেইজ ইউনিট-এ Zoom control এবং লাইট সেটিং এর ব্যবস্থাও রয়েছে।বেইজ ইউনিট-এর কম্পিউটার রূপান্তরিত বৈদ্যুতিক সঙ্কেতকে জিহ্বার উপরে রাখা ললিপপে পাঠিয়ে দেয়।ললিপপটি আসলে নয় বর্গ সেন্টিমিটার আয়তন বিশিষ্ট একটি সেন্সর বিন্যাস যা ক্যামেরায় গৃহীত আলোক তরঙ্গের তীব্রতা অনুসারে জিহ্বার Receptor এ বৈদ্যুতিক সংকেত পাঠায়।খাবারের স্বাদ গ্রহণের জন্য এবং অন্যান্য স্বাভাবিক অনুভূতি(যেমন,স্পর্শ,চাপ,তাপ ইত্যাদি) বোঝার জন্য মানুষের জিহ্বাতে প্রাকৃতিক ভাবেই বসানো রয়েছে হাজার হাজার রিসেপটর যা আবার প্রচুর বৈদ্যুতিক তারের মতো-ই অনেক স্নায়ুতন্তুর(Nerve fiber) মাধ্যমে মস্তিষ্কে সংকেত প্রেরণ করে।
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




