সে সীমাতে ছিল একসময়,
শুধু তোমারই উপস্থিতি...।
আমার মনের দৃষ্টি অসীম...
সেই সীমাহীনতাতে আজও আছে,
তোমারই স্মৃতি... ।
তোমায় নিয়ে হারিয়ে যাওয়ার ইচ্ছে ছিল,
তোমায় নিয়ে নতুন পৃথিবী গড়ার স্বপ্ন ছিল।
স্বপ্ন ছিল,ঝুম বৃষ্টিতে তোমায় নিয়ে,
কাক ভেজা হয়ে বাড়ি ফেরার,
কুয়াশা ঢাকা ভোরে,ঘাসের উপরের হিম
শিশিরগুলো মাড়িয়ে হেঁটে যাওয়ার...।
আমি কি খুব বেশি কিছু চেয়েছিলাম....বলো..
প্রেমের অমরত্ব কিংবা সাহিত্যিক মর্যাদা তো চাইনি...
শুধু পৃথিবীকে উপেক্ষা করে, তোমায় ভালবাসতে চেয়েছিলাম।
নাগরিক জীবনের সকল ব্যস্তটা শেষে,
একটু খুঁণসুটি করেই না হয় জীবন পার করে দিতাম..।
তুমি কি জানো আমার এই না পাওয়া গুলো,
আজও আমায় পীড়া দেয় !!!!
রক্তাক্ত করে আমার সত্তাকে প্রতি মুহূর্তে...
আমি না হয় কিছু বলি না...তবুও...,
আমার নিঃশব্দ হাহাকার কী তুমি শোন না!!
আমার নির্ঘুম রাত্গুলোর নিশ্চুপ কান্না,
আমার নিঃসঙ্গতার চাঁপা আর্তনাদ,
আমার অস্তিত্বের অবক্ষেপন,
এসব কিছুই কী তোমার দৃষ্টিগোচর হয় না!!
তুমি আজ দূরে,নির্লিপ্ততার সুরে,
আমায় সদা কাছে ডাকো,
দূর থেকেও তুমি তোমার মোহে,
আমায় আচ্ছন্ন করে রাখো...।
ভোরে শিশির যখন ঝরে পড়ে,
সবাই তা দেখে...
আমার চোখের কোণের যে অশ্রু জমে আছে,
কেউ কি তা দেখে ...!!
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




