সোমালিয়ান বংশোদ্ভূত কানাডার যুবক কেনান এর বিশ্বকাপ থিমসংটি ইতোমধ্যে কমবেশি শোনা হয়ে গেছে সবার। কোকাকোলা কেনানের মূল গানটিকে একটু পরির্বতন করে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আরব হার্টথ্রব ন্যান্সি আযরামকে দিয়ে ইংরাবি একটি গান বানিয়েছে মূল গানের সাথে আরবি জুড়ে দিয়ে। গত ক'দিন ধরে আরবি চ্যানেলগুলোয় দেখতে দেখতে - শুনতে শুনতে প্রায় মুখস্থ হওয়ার যোগাড়।
সবার সাথে শেয়ার করতে ইচ্ছে করল, তাই দিলাম। সাবটাইটেলে লিরিক দেয়া আছে ইংরেজিতেই।
সোমালিয়ান বংশোদ্ভূত কানাডার যুবক কেনান এর বিশ্বকাপ থিমসংটি ইতোমধ্যে কমবেশি শোনা হয়ে গেছে সবার। কোকাকোলা কেনানের মূল গানটিকে একটু পরির্বতন করে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আরব হার্টথ্রব ন্যান্সি আযরামকে দিয়ে ইংরাবি একটি গান বানিয়েছে মূল গানের সাথে আরবি জুড়ে দিয়ে। গত ক'দিন ধরে আরবি চ্যানেলগুলোয় দেখতে দেখতে - শুনতে শুনতে প্রায় মুখস্থ হওয়ার যোগাড়।
সবার সাথে শেয়ার করতে ইচ্ছে করল, তাই দিলাম। সাবটাইটেলে লিরিক দেয়া আছে ইংরেজিতেই।
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




