স্বরাষ্ট্রমন্ত্রী মখা আলমগীর বলেছেন প্রেম করার জন্য প্রেমিক প্রেমিকার ইচ্ছাই যথেষ্ট, প্রেমপত্র জরুরি না। শনিবার সকালে চাঁদপুরের কচুয়া উপজেলায় এক সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “প্রেম করিতে যেমন পত্রের প্রয়োজন নাই, সংলাপের জন্যও তেমনি চিঠির প্রয়োজন নাই বলিয়া ধারণা করি।”
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “প্রেমিক এবং প্রেমিকা প্রথমে একটি ভবনের ভেতরে প্রবেশ করিবে। তারপর একে অপরকে ধরিয়া নাড়াচাড়া করিবে। অতঃপর তাহাদের মাঝে প্রেম সংঘটিত হইয়া যাইবে। এইখানে পত্রের কোনও ভূমিকা দেখিতে পাই নাই।”
বিরোধীদলের উদ্দেশে মন্ত্রী বলেন, “আমরা ভবনে রহিয়াছি, আপনারাও ভবনের অভ্যন্তরে চলিয়া আসুন। আমরা আপনাদিগকে হস্তগত করিয়া লইবো, আপনারা আমাদিগকে হস্তগত করিয়া লইবেন। অতঃপর নাড়িয়া চাড়িয়া একাকার হইবো। এইভাবে সংলাপ সংঘটিত হইয়া যাইবে। আপনারা টেরও পাইবেন না। সুতরাং ভবনের অভ্যন্তরে আসিয়া পড়ুন, সংলাপ সংঘটিত করিয়া ফেলুন।”
অধিক নড়াচড়া করার ফলে ভবন ভেঙে পড়ার আশংকা আছে কিনা, জানতে চাইলে মন্ত্রী বলেন, “প্রেমিকের ভবন ভাঙিয়া পড়া আর হৃদয় ভাঙিয়া পড়া একই কথা নহে।”
সূত্র: দৈনিক মগবাজার
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১৩ রাত ৮:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




