মগবাজার ডেস্ক ::
জয়নাল আবেদিন ফারুক রাজনীতি করেন। তারপর তিনি ফোন করেন। ফোনে পরকীয়া করেন। পরকীয়া করার সময় ফোনে পরনারীদের বাবু দেন। এ খবর লন্ডনে তারেক রহমানের কাছে যাওয়ার পর প্রথমে তিনি উত্তেজিত হওয়ার চেষ্টা করেন। পরে উত্তেজিত হতে না পেরে জয়নালের কাছে বাবু প্রতি ১০% দাবি করেন।
লন্ডনস্থ এক বিএনপি নেতা দৈনিক মগবাজারকে জানান, ভাইয়া প্রথমে জয়নালকে ফোন করেন। তারপর বলেন, “জয়নাল সাহেব, আপনি বিভিন্ন মহিলাকে বাবু দেন। তা দিতেই পারেন। কিন্তু এরপরের প্রতিটি বাবুর ক্ষেত্রে আমার ১০% যেন ঠিক থাকে।”
কিন্তু ৯০ আর ১০ এর হিসাব ক্যামনে ঠিক করবে? প্রশ্ন করলে লন্ডন বিএনপির এই নেতা বলেন, “আমার ভাগে কি ১ পার্সেন্টও নাই!”
বিএনপির ২০০১-২০০৬ আমলে হাওয়া ভবন কেন্দ্রিক চাঁদাবাজিতে “টেন পার্সেন্ট” শব্দটি খুব জনপ্রিয় হয়ে উঠে। ফখরুদ্দিন ক্ষমতায় আসার পর দুর্নীতির অপরাধে তারেক রহমানের মেরুদন্ডের হাঁড় ১০% রেখে বাকি ৯০% ভেঙে দেয়। তারপর তিনি রাজনীতি না করার শর্তে মুচলেকা দিয়ে ১০% মেরুদন্ড নিয়ে লন্ডন চলে যান। সেখানে গিয়ে সাড়ে চার বছরে মাত্র ১০% রাজনীতি করেছেন। বাকি ৯০% চিকিৎসা করিয়েছেন বলে জানায় বিএনপির এক নেতা।
কিন্তু এই অসুস্থ শরীর নিয়ে বাবু প্রতি ১০% করে বহন করতে পারবেন কিনা সংশয় প্রকাশ করলে তিনি বলেন, “দেখা যাক, ১০% মেরুদন্ডে কত পার্সেন্ট বাবু হয়।”
সূত্র: দৈনিক মগবাজার
জয়নালের বাবুকিয়া এখানে
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




