নিজস্ব প্রতিবেদক :
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, “আওয়ামীলীগ মুক্তিযুদ্ধের দল নয়, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা নয়।” গতকাল এক আলোচনা সভায় তিনি এসব বলেন।
মির্জা ফখরুল বলেন, “সত্যি কথা হচ্ছে, আওয়ামীলীগ মুক্তিযুদ্ধের দল নয়। অন্য কোন দল মুক্তিযুদ্ধের দল ছিলো, আমি নাম ভুলে গেছি। জিয়াউর রহমানও মুক্তিযোদ্ধা নন। অন্য কেউ একজন মুক্তিযোদ্ধা ছিলেন, তার নামও মনে নেই।”
এ বিষয়ে আমরা যোগাযোগ করি মির্জা ফখরুলের সাথে। উত্তরাঞ্চলের তালিকাভুক্ত রাজাকার মির্জা রুহুল আমিনের প্রসংগ আসতেই তিনি বলেন, “মির্জা রুহুল আমিন নামের ওই রাজাকারটি কোনভাবেই আমার বাবা নয়। এ বিষয়ে আমি কিছু জানি না। আমি জানি না, কে বা কাহারা কী সব করে গেছে। জানি না কীভাবে সব হয়ে গেছে!”
এক পর্যায়ে এই প্রতিবেদকের মাথা টেনে কাছে নিয়ে কানে কানে বলেন, “শোনো, সানি লিওন কিন্তু পর্নস্টার না, পাপিয়া কিন্তু মহিলা না, আমি কিন্তু ফখরুল না, মওদুদ কিন্তু ব্যারিস্টার না, গোলাম আজম রাজাকার না, অ্যাঁ কিন্তু ভ্যাঁ না, ভ্যাঁ কিন্তু অ্যাঁ না…!” তারপর তিনি ঘুমিয়ে পড়েন।
ঘুমিয়ে পড়ার কারণে বর্ষীয়ান এই রাজনীতিবিদের সাথে আর কথা বলা সম্ভব হয়নি।
☛ সূত্র: দৈনিক মগবাজার
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




