ছয় উছুলী তবলীগীদের আসন্ন বিশ্ব ইজতেমা উপলক্ষে দেশে আন্তর্জাতিক সন্ত্রাসী অনুপ্রবেশের আশঙ্কা করেছে বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল)এর সাধারণ সম্পাদক ও শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। সে বলেছে, রামুসহ বাংলাদেশে সংঘটিত সাম্প্রতিক ঘটনাপ্রবাহ প্রমাণ করে এসব ঘটনার সঙ্গে দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীরা জড়িত। যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে সাম্প্রদায়িক মৌলবাদী অপশক্তির ইন্ধনের দেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র হচ্ছে। সে এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে।
দিলীপ বড়ুয়া গতকাল ইয়াওমুল জুমুয়াতি বা শুক্রবার সকালে রাজধানীর তোপখানা রোডের দলীয় কার্যালয়ে বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল)এর ঢাকা মহানগর শাখার কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সে এ কথা বলেছে।
সাম্যবাদী দলের ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক কমরেড বাবুল বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বাংলাদেশের সাম্যবাদী দলের (এম.এল) কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য আবু হামেদ শাহাবুদ্দিন, কমরেড ধীরেন সিংহ, কেন্দ্রীয় কমিটির সদস্য কবি সুনীল শীল, কমরেড এম. দেলোয়ার হোসেন, তরিকুল ইসলাম, এফ. এম. ইকবাল ও সাইমুম হক আবদার বক্তব্য দেয়।
সমাবেশে আগামী ৭ জানুয়ারি যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ১৪ দলের মানববন্ধন কর্মসূচি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। এ সময় মানববন্ধন কর্মসূচি সফল করতে সাম্যবাদী দলের সব পর্যায়ের নেতা-কর্মীকে সক্রিয়ভাবে অংশগ্রহণের নির্দেশনা দেয়া হয়।
View this link
তাবলীগ সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





