আমি কখনো নামিনি জলে তোমাদের মতো
দেখিনি সমুদ্র লোকজনের ভীড়ে
কখনো কাটিনি সাতাঁর সৌখিন সুইমিং পুলে
কখনো চোখে চোখ রেখে করিনি সম্মোহন
তোমাদের মতো।
তোমরা কতো সহজে করো কঠিন নিয়ে খেলা
কতো সহজে বদলাও পুজোর আসন
বদলাও দেব-দেবী
আমি কখনো ছিলাম না তোমাদের ভীড়ে
কখনো কাটিনি সাতাঁর তোমাদের মতো
সৌখিন সুইমিং পুলে।
আমি দেখেছি চোখের জল শিশিরের মতো
আমি ভেসেছি উদাসী হাওয়ায় বিষণ্ণ দুপুরে
গলা শুকিয়েছি দাবদাহে বিশুদ্ব জলের অভাবে
তবু কখনো নামিনি জলে তোমাদের মতো
কখনো কাটিনি সাতাঁর লোকজনের ভীড়ে ।
এক ফোঁটা বৃষ্টির প্রত্যাশায় ছটফট করেছি কত
তবু যাইনি গন্গাস্নানে লোকজনের ভীড়ে
আমি কখনো কাটিনি সাতাঁর, ভাসিনি জলে
তোমাদের মতো।
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০০৮ বিকাল ৫:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




