একটা ট্রেনিংয়ে আছি চাকরি সুবাদে। প্রায় দুমাস ছেলেটাকে দেখিনা।
ক্লাসে বসে কবিতা লিখি। বিষণ্ণতা ভর করে থাকে সারাক্ষণ। চাকরি সংসার সব মিলিয়ে অস্থিরতায় ভুগছি। এরই মাঝে ব্লগ দেখি। লিখি কম। ব্রাউজ করার সময় পাইনা। আপনাদের জন্য ছোট্ট একটা লেখা পাঠালাম।
আজ বৃষ্টি হয়নি, হয়তো পরশু ও হবে না
যেদিন ছিল সেদিন নেই, এদিন ও থাকবে না
কখনও ভীড়ে উদাসী নীড়ে
শুন্যতা চুরি করে সোনালি সময়
কখন ও পিছুটানে কখন ও বৈরাগ্যে
মহাকাল হাসে প্রজাপতির পাখায়।
হৃদয় ঝরণায় কলকল হাসে যেই প্রিয়মুখ
আঁখি হয় ছলছল হৃদয় টলোমলো
স্মরি সেই মুখ
ছোট্ট জীবন যাচ্ছে ভেসে পদ্মপাতার জলে
একটু ও তার রাখিনা ধরে ব্যস্ততার ছলে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




