বহুদিন পর নতুন পথে পুরোনো বন্ধুর সাথে দেখা
নতুন রূপে, মায়াবী চোখে অভিমান,
তোমায় আমি কত্তো খুঁজেছি!
সুদিন কিবা দুর্দিনে কত্তো তোমায় স্মরেছি!
বান্ধব, তুমি কোথায় ছিলে?
তুমি শুধু কবিতায় একেঁছ আমার কল্পিত রূপ!
বান্ধব আমার, জীবন কবিতা নয়
জীবনবোধ থেকে কবিতার সৃষ্টি
প্রিয় বান্ধব, কবিতার মতো ছন্দোবদ্ধ নয়
জীবনের পংক্তিমালা
বান্ধব, তবুও অবাক হই দেখে
জীবনের চড়াই-উৎরাই শেষে
আজও তোমার কবিতাগুলো ছন্দোময়!
আর আমার বিচ্ছিন্ন পংক্তিগুলো আজও
কোনও গন্তব্যে পৌঁছায়নি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




