
আমার উপদেশ সমূহ(((০১)))
বিসমিল্লাহির রাহমানির রাহীম
নাহমাদুহু ওয়া নুসল্লিআলা রসূলিহিল কারীম
১।যখন তুমি প্রয়োজন পরিমান রিযিকের মালিক হবে,তারপর আর অন্যকিছুর দিকে তোমার মনোযোগ দেওয়া উচিত নয়।কারন, হে প্রিয়!তখন তুমি দুনিয়ার সবচাইতে ধনি ব্যাক্তি।
২।জীবনের উদ্দ্যেশ্য বুঝা এবং সে অনুযায়ী কাজ করাই সফলতা লাভের পূর্বশর্ত।
৩।আসুন আল্লাহর মায়ারেফাত অর্জনের জন্য আমরা আমাদের হৃদয়কে যোগ্য করে তুলি।
৪।প্রিয় পাঠক আসুন আমরা সৎআমলে পরষ্পর প্রতিযোগিতা করি,কার আগে কে যেতে পারে।
৫।যদি তুমি দুনিয়া এবং আখিরাতে শান্তির জীবন কামনা করো,প্রকাশ্য অপ্রকাশ্য যাবতীয় সমস্ত গুনাহ পরিত্যাগ করো।
৬।হারাম খাওয়ার থেকে মারা যাওয়া অনেক ভালো।আর সালিকদের জন্য হালালের প্রয়োজনীয়তা আরোও বেশি।
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০২৫ সকাল ১০:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




