আল্লাহর প্রশংসা
হে প্রভু সমস্ত প্রশংসা তোমার জন্যই
সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত,পড়িয়াছে যত বৃষ্টির ফোটা।
বৃক্ষের ডালে গজিয়েছে যত সবুজ পাতা
প্রসংসা তোমার তত।
যত প্রানি, মাখলুখ,খেয়েছে যত রিযক আজ অবধি,
আরো যত খাবে,প্রশংসা তোমার তত।
যত পাখি মেলিয়াছে ডানা,খোলা আকাশে,
আরো যত মেলিবে,প্রশংসা তোমার তত।
ডিম ফুটে যত ফুটেছে ছানা,পাখীর বাসায়,
আরো যত ফুটিবে, প্রশংসা তোমার তত।।
সাগর গর্ভে,নদী গর্ভে যত মৎস্য বিচরন করে,
আরো যত বিচরন করিবে,তত প্রশংসা তোমার।
মানুষের মুখ দিয়ে বেরিয়েছে,যত কথা,
আরো যত বেরুবে,মানুষের চক্ষু দেখিয়াছে যত দৃশ্য,
আরো যত দেখিবে।গুল্ম ফুটিয়া বেরিয়াছে যত শস্য,
আরো যত বেরুবে শস্যদানা,প্রশংসা তোমার তত।
আপনার প্রশংসার হক আপনিই আদায় করতে পারেন,
নিশ্চই আমরা অপারগ আপনার সত্যিকার প্রশংসার হক আদায় করতে।
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০২৫ রাত ১২:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




