অনন্ত প্রেম গ্রন্থের প্রথম অধ্যায়: পাঠ—০২
নফসের বাহিনী
লোভ দমন
লেখক:সুলাইমান
লোভ হলো নফসের মধ্যে উৎপন্ন এক আগাছা
যা অন্তরের মধ্যে ডালপালা বিস্তার করে।
লোভের গোড়া নফসের ভিতরে থাকে,
আর এর ডালপালা অন্তরকে আচ্ছন্ন করে।
যদি তুমি এই আগাছা কেটে ফেল,
আবারও তা গোড়া থেকে গজায়,
হে প্রিয়!তুমি লোভের বশে কিছু স্পর্শ করোনা,
লোভের বশে যদি কিছু গ্রহন করো তাহলে তা বরকতময় হবেনা।
তখন তুমি লজ্জিত হয়ে পড়বে।
হে প্রিয়!লোভ যেন তোমাকে স্পর্শ করতে না পারে,
তাহলে তোমার ক্বলব আগাছামুক্ত পবিত্র হবে।
তুমি দুনিয়াতেই জান্নাতের ঘ্রান নিতে পারবে।
আল্লাহ তায়ালা আমাদেরকে লোভ থেকে আত্মরক্ষা করার তৌফিক দিন।আমিন
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




