আত্মশুদ্ধির সুচনা:
আত্মশুদ্ধি মূলত দীর্ঘদিনের সাধনার মাধ্যমে হাসিল হয়।এবং এই শাস্ত্র তাছাউফ নামে পরিচিত।
শরিয়ত হল দেহ এবং তাছাউফ হলো সেই দেহের প্রান।তাছাউফের পথে চলার সময় একজন সালিকের সামনে অনেক গোপন রহস্য এবং বিশ্ময়কর জ্ঞানসমূহ প্রকাশিত হয়।
প্রত্যেক জ্ঞানী ব্যাক্তির উপর রয়েছে অধিকতর একজন জ্ঞানী।
তাছাউফ শাস্ত্রের বিখ্যাত ইমাম, ইমাম গাজ্জালী রহ.এর কিতাবে একটি হাদিস রয়েছে,"শুনে রাখো,তোমরা অনন্তকালের জন্য সৃষ্টি হয়েছো।"
ইলমে মারিফত অত্যান্ত জটিল এবং কঠিন এবং বিষয়।মারেফতের লাইনে বান্দার কিছু করার থাকেনা আল্লাহ তায়ালাই বান্দাকে পথ দেখিয়ে নিয়ে যেতে থাকেন,বান্দাকে সুধু চুপচাপ থাকতে হয়,আর যতটুকু সাধ্যের মধ্যে রয়েছে ততটুকু কাজই করে যেতে হয়।
তাছাউফের প্রধান আমল তিনটি,এই তিনটিকে মৌলিক ভিত্তি বলা হয়,
১।কুরআন তেলাওয়াত,
২।নামাজ পাঠ,
৩।এবং অধিক পরিমানে যিকির করা।
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০২৫ রাত ১১:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




