আমি জানিনা আমি কে!
আর আমার ঠিকানা কোথায় হবে।
আমি জান্নাতি হই আর জাহান্নামি,
যেখানেই আমি থাকি,
আয় আল্লাহ,
সুধু আপনার স্মরনেই যেন,
মশগুল থাকি সবসময়।
আমার পাপের কোনো সীমা নেই,
পৃথিবী পূর্ন হয়ে আসমান অতিক্রম করেছে।
যদি আপনার ক্ষমা না পাই,
আমি নির্ঘাত জাহান্নামি হবো।
জানিনা জাহান্নাম সহ্য করতএপারবো কিনা।
কিন্তু এটা জানি, আমি সহ্য করতে পারবোনা,
আপনার বিচ্ছেদের যন্ত্রনা!
এবং আপনার ভালোবাসা না পাওয়ার ব্যাথা,
অথবা বঞ্চিত হওয়ার ব্যাথা।
যেদিন থেকে সৎপথে ফিরিলাম,
আপনাকে পাওয়ার ইচ্ছা করিলাাম।
সেদিন থেকে আমার পিছনে শত্রুদের
শত্রুতা শুরু হয়েছে,
নফস এবং শয়তানের আক্রমন শুরু হয়েছে,
আমার কল্যানে যাদের অন্তর্দাহ হয়।
নিশ্চই,আয় আল্লাহ।আপনার দয়া,
এবং অনুগ্রহ আমার সাথী হলে।
আমি পরওয়া করিনা নফস এবং শয়তানের,
যাবতীয় কুটনামি এবং শয়তানি।
শত্রুদের পেতে রাখা গুপ্ত ফাঁদ, এবং কূটনামি,
সবই ছিন্ন হবে, চূর্ণ বিচূর্ণ হবে,
এবং শয়তানের যাবতীয় মিশন ব্যার্থ হবে,
সুধুমাত্র আপনার দয়া অনুগ্রহ আমার সাথী হলে।
নফস এবং শয়তানকে পরাজিত করে,
আমার প্রিয় রুহকে,
আপনার নূর পানে এগিয়ে দিন।আমিন।
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



