
নিন্মোক্ত লেখাটি সন্ধার পরে পদ্মানদীর চরে একটি পুরোনো ভাঙা নৌকার উপর বসে লিখেছি,সম্পূর্ণ নিরিবিলি পরিবেশ।
আমার আশেপাশে অনেকদূর পর্যন্ত কোনো মানুষজন নাই,ফুরফুরে বাতাশ বইছে,শীতের একসন্ধা।মোটকথা খুবই মনোরম পরিবেশে বসে নিচের লেখাটি লিখেছি।পাঠক তৃপ্তি পেলে এবং উপকৃত হলে আমার শ্রম সার্থক হবে বলে আমি মনে করি।
২০ ডিসেম্বর ২০২৫(শনিবার)সন্ধা ৬ টা বাজতে এখোনো ১ মিনিট আছে।
শিরোনাম :আগের সেই পদ্মা আজ আর নেই।
হে পদ্মা,
তুমি আমার মাতৃভূমির সৌন্দর্য,
অপলকে চেয়ে থাকি তোমার দিকে,
যখন তোমার উপর দিয়ে হাজারো পাখী,
উড়ে যায়,তোমাতে ওঁদের রিযক খুঁজে।
হাজারো জেলে,দিন রাত
তোমার বুকে জ্বাল ফেলে,মাছ ধরে,
অপলকে তাকিয়ে থাকি তোমার ঢেউ,
এবং বয়ে চলা অনন্ত স্রোতের দিকে।
হে পদ্মা,
তুমি আমার দেশের প্রান এবং জীবন।
যদিও৷ তোমার গর্ভে বিলিন হয়েছে,
হাজারো স্বপ্ন হাজারো ঘরবাড়ি,
তবুও তুমি আমার দেশের প্রান।
যতকাল তুমি বয়ে চলবে এ বুকে,
ততকাল প্রশান্তি থাকবে এ চোখে,
জীবন থাকবে এই মাটিতে




সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




