ইচ্ছে করে , খুব ইচ্ছে করে..
কিন্তু
ঠিক কি করতে ইচ্ছে করে বলতে পারবনা
তবে করে এটা ঠিক।
কেন করে?
ভাবি....ভাবি অনেক... ভেবে কিছু পাইনা।
কারন ইচ্ছে করা একেবারেই উচিত না।
করতে নেই।
যেখানে এক পা এগুলো দশ রকম কথা শুনতে হয়,
যেখানে পদে পদে নিজের সব বাধাকে জয় করার শক্তি সহঞ্চয় করতে হয়, সেখানে করার চেষ্টা করাই বৃথা।
তাই বার বার প্রশ্ন জাগে
কেন ইচ্ছে নামক অনুভূতি নিজের মাঝে এত বেশি কাজ করে!!
যা না থাকলে সব কিছু কত না সহজ হয়ে যেত
ইচ্ছে করত না নির্মল বাতাসের স্পর্শ পেতে
সাধ জাগতনা নতুন কিছু করে দেখাতে
মন তখন আর কোথাও হারাতেও চেতনা।
সব আসলে আমারই ভুল।
তাই বলছি আসলে ইচ্ছে করতে নেই....
একদমই নেই।
কারও কোনো ইচ্ছে থাকারও কোনো দরকার নেই।
না থাকাতেই সব সুখ।
হোক তা রোবটিক জীবন, জীবন তো।
বেচে থাকাটাই তো তখন আসল।
বাচলেই হয়ে যেত, ইচ্ছে আর করত না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




