
জঙলী জীবন অনেক ভালো, জঙ্গলে
চল যাই। মানুষ যদি নাহি হতেই
পারি; নগর জীবনের প্রয়োজনটা
কোথায়? নগর জীবনের সুখ বড়
মিঠা, সত্য স্বীকার করি কিন্তু; তবুও
কেন রাস্তা পথে অকারণ পুড়ে মড়ি?।
সারমেয় ফেরুপাল এর চেয়ে বহু
ভালো; যান্ত্রীক যুগে দূর হয়েছে ঘরে
ঘোরে বিদ্যুৎ-পাখা, জ্বলে মধুর আলো;
এতো নির্মল সুখ বিমল শান্তি ছাড়ি
চল চল ত্বরা; আগুম জঙ্গলে চল।
হিংস্রু জন্তুরা ধরিয়া খাইবে,-খাক;
তবুও পারিবো মরিতে সুখে যেহেতু
সেখানে নাহিক সন্ত্রাসীদের হাত।
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




