সনেট- একুশে ফেব্রুয়ারী
লেখা- মোঃ হুমায়ূন রেজা
তুমি কেয়ামাত ত্ক রহিবেক মনে,
বাঙালীর বুকে রহিবে আঁকা। যেমনি
অঙ্কিত আছে চেঙ্গিজ হালাকু খাঁ ঠিক
তেমনি ভাবে সাক্ষ্য দেবে ইতিহা‘পাতা।
যেভাবে রক্ত ঝরালো তারা রাজপথে
আজও ওঠে তার অগ্নিশ্বাস। তবুও
পারেনি তিষ্ঠিতে তারা মাগো চলে গেছে
ছাড়ি গদীর আশ্বাস। ওগো ফেব্রুয়ারী!
তুমি প্রথিত করেছিলে যে বীজ তাই
অঙ্কুরিত হয় ঐতিহাসিক ভাষণে।
“মোরতে যখন শিখেছি আরো মরবো
কিন্তু, এ দেশকে স্বাধীন করে ছাড়বো
ইনশাআল্লাহ।" সেই বাক্যের বাস্তব
রূপই দেখছি আলহামদুলিল্লাহ।
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




