দেশনেত্রী, বঙ্গ জননী শেখ হাসির প্রতি আবেদন,
যিনি ডিজিটাল সোনার বাংলা চান করিতে গঠন।
তিনি কি ভেবেছেন কোন দিন বঙ্গবন্ধুর গড়া মুজিব বাদ দর্শন?
হয়তো ভেবেছেন কিংবা ভাবেন নি,- তাই দিয়ে দেশ চলিছে এখন।
যার আদর্শকে ভুল বুঝে, নির্মম ভাবে করেছিল হত্যা সবংশে মুজিবে;
সেই বাকশাল মতবাদ রাজনীতি সার দর্শন হয়ে আজ চালাচ্ছে শাসন নর্বিবাদে।
চলিছে নৌকা ভাঙিয়া ঊর্মিমালা অগ্নিঝঞ্ঝা কেটে।
চুয়াল্লিশ বছর আগে এই মতবাদ গড়ে ছিলা বীর শ্রেষ্ঠ বাঙ্গালী মুজিব;
তারই ঔরসযাত কন্যা শেখ হাসিনা গড়িলা বাকশালী তাবিজ।
এটা তাবিজ নয় কবচ, এটা রইলে বাঁধা হাতে হবেনা কখনো কেউ নিখোঁজ।
এসো এটা সবাই হাতে বাঁধি অথবা গলাই পরি,
ডিজিটাল সোনার বাংলা গঠন করিয়া ঘুস, সুদ, চুরি, উৎপাটন করার
ব্রত নিয়ে জান্নাতে জমাই পাড়ি;
সমগ্র বিশ্ব দেখুক চাহিয়া, হাত তালি দিক ধন্য বলিয়া
মর্ত্যে বাংলায় ডিজিটাল জান্নাত উঠুক গড়ি।
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




