১৮ জুলাই ২০১০, সামহোয়ার ইন কর্তৃপক্ষের একটা নোটিশ পেলাম আমি।
১৮ ই জুলাই, ২০১০ দুপুর ১২:১৯ dear blogger,
your post (বিশিষ্ট আলেম মাওলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ এবং তার এসলাম সম্মত একাত্তর) have been kept in your blog as draft due to violation of the blog rules. please do not republish this writing again on the blog or we will be forced to ban you from the blog.
2f. we may remove post from the front page that contains hateful content or comment that may hurt feelings of a group of people.
২চ. কোন এক শ্রেণীর অনুভূতিকে আঘাত করে, এমন কোন ঘৃণাত্মক পোস্ট অথবা মন্তব্যপূর্ণ পোস্ট আমরা প্রথম পাতায় থেকে সরিয়ে দিতে পারি ।
regards,
somewherein blog team.
এবং সেই সাথে স্ট্যাটাস জেনারেল।
এর পরের দিন আরেকটা নোটিশ।
১৯ শে জুলাই, ২০১০ দুপুর ১:৪৭ dear blogger,
your post ( জামাতি আলবদর মীর কাসেম আলী এবং আমাদের একাত্তর সমগ্র!) have been deleted due to violation of the blog rules. please do not republish this writing again on the blog or we will be forced to ban you from the blog.
3b. if the post or picture that contains personal attack, harassment, defamation, vulgarity, profanity, obscenity, name calling or pornography.
৩খ. যদি পোস্ট কিংবা ছবিতে ব্যক্তি আক্রমণ, হয়রানিমূলক, কুৎসা রটনামূলক, অশ্লীলতা, কুরুচিপূর্ণ, আপত্তিকর, গালিগালাজ এবং পর্ণগ্রাফি সম্বলিত বক্তব্য কিংবা বিষয় থাকে।
regards,
somewherein blog team.
সেই সাথে ওয়াচে।
কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী দালাল সরকারের মন্ত্রী আবুল কালাম মোহাম্মদ ইউসুফ এর সম্বন্ধে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত তথ্য সমন্বয় করে সামহোয়ার ইন ব্লগে প্রকাশিত পোষ্টটি একশ্রেনীর অনুভূতিকে আঘাত করে, এমন কোন ঘৃণাত্মক পোস্ট অথবা মন্তব্যপূর্ণ পোস্ট। এ ক্বে এম ইউসুফ রাজাকার বাহিনীর প্রতিষ্টাতা ছিলেন। যে রাজাকার বাহিনী বাংলাদেশের প্রতিটা কোনায় ধ্বংশলীলা চালিয়েছে। গনহত্যা করেছে শহরে গ্রামে টিলায় নদীতে ক্ষেত ও খামারে। রক্তের হোলিখেলায় রাঙিয়েছে আমার স্বদেশ। আর যাচাইকৃত সে তথ্য ব্লগে প্রকাশ করায় ব্লগ কর্তৃপক্ষ আমার পোষ্ট ড্রাফট করে রেখেছে। শান্তি লাগল বেশ।
দ্বিতীয় দিন,
মুছে দেয়া হল আলবদর মীর কাসেম আলীর কৃতকর্ম নিয়ে করা পোষ্টটি। মীর কাসেম আলী ছিলেন কুখ্যাত আলবদর বাহিনীর মুর প্ল্যানার, সর্বোচ্চ পর্যায়ের তৃতীয় অবস্থানের নেতা। এ জাতি কি কখনও ভুলবে সেই সব দিনের গল্প। যখন রাতের অন্ধকারে দেশেরে সেরা সন্তানদের ধরে নিয়ে যাওয়া হয়েছিল নির্যাতন কক্ষে, চোখ বেঁধে। আর কখনও ফেরেন নি তারা। রায়ের বাজার বধ্যভূমির সেই দৃশ্যটা মনে পড়ে গেল। অজস্র শোকাতর মানুষ পচে যাওয়া লাশগুলো হাতরে বেড়াচ্ছে, খুজছে তাদের প্রিয়জনকে! আহা কি মর্মান্তিক। কত জনকে খুজে পাওয়া যায়নি। কোন সে গনকবরে শুয়ে আছেন তারা? উত্তর জানা নেই স্বজনদের। কেবল নিখোজ হয়ে যাওয়া দিনটিকে মনে রেখে বিশাক্ত দিন যাপন তাদের। অথচ এই হায়েনাকে নিয়ে কিছু লিখলে ব্লগের ৩খ ধারার আইন ভঙ্গ হয়। এদের বিত্তের কাছে বিক্রি হয়ে যায় সকল মূল্যবোধ। ব্যক্তি আক্রমণ, হয়রানিমূলক, কুৎসা রটনামূলক, অশ্লীলতা, কুরুচিপূর্ণ, আপত্তিকর, গালিগালাজ এবং পর্ণগ্রাফি সম্বলিত বক্তব্য কিংবা বিষয় বলে অভিযুক্ত হয়।
আমি কেবল দেখে গেলাম আবার। সামহোয়ার ইন বদলায়নি। কেবল প্রতিক্ষায় থাকলাম এই নরপশুদের বিচারের। আর তার পরের সামহোয়ার ইন কে দেখার। আপাতত বিদায়। রাজাকারদের ধর্ষনে রিক্ত সামহোয়ারইনে আপাতত থাকতে পারছি না আর বন্ধুরা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


