দেশীয় পণ্য কিনে হ্ওন ধন্য। এসব বলে কি ওয়ালটন আমাদের সাথে প্রতারনা করছে ? তারা কি কোন পোডাক্ট উ?পাদন করছে ? না চাইনিজ উ?পাদিত পণ্য আমাদানি করে ইচ্ছে মত নিজেদের স্টিকার লাগিয়ে বাজারে ছড়াচ্ছে।
আমি একটি মোবাইলের উদহারন দিচ্ছি। এটি একটি চাইনিজ মোবাই। ক্লিক করুন প্লিজ।
http://gadgets.ndtv.com/gionee-elife-e6-919
কিন্তু এই একই মোবাইল ওয়াল্টন আমাদের বাজারে ছাড়ছে Walton Primo X2 এই নামে। এবং অনেক ডাকঢোল পিটিয়ে।
http://waltonbd.com/upcoming/walton-primo-x2
চাইনিজ ব্রান্ডের এই মোবাইলটির আসল নাম হচ্ছে Gionee Elife E6
এছাড়া্ও মোটর সাইকেলের কথা ধরুন। চায়না ব্রান্ড Dayang, Zongshen, Hero Power, এর মোটরসাইকেল গুলো তারা সুধুমাত্র স্টিকার পরিবর্তন করে Walton বলে চালিয়ে দিচ্ছে।
কিন্তু কথা হচ্ছে তারা যেভাবে আমাদের অনুভূতি নিয়ে খেলছে সেটা কি ঠিক ? এতে করে আমাদের দেশীয় আসল উদ্যক্তারা কি ক্ষতিগ্রাস্থ হচ্ছে না ? আমরা যখন সত্যি সত্যি এসব পন্য উ?পাদন করতে সামর্থ হবো তখন কি আমরা বুজাতে পারবো এটা আমাদের দেশী পন্য ?
অভিজ্ঞ ব্লগাররা যদি এটি নিয়ে লেখালেখী করেন তাহলে হয়তো আমরা সাধারন মানুষরা কিছুটা হল্ওে বুঝতে পারবো।
ধন্যবাদ সবাইকে কষ্টকরে পড়ার জন্য।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




