জোর করে তুলেধরি পূন্যপ্রান । উজাড় হওয়ার আগে যেটুকু
মুগ্ধতা ।
শোনো , অক্ষত নারীদল -এ যুগও কেটে যাব
এ রুক্ষতাও কেটে যাবে না হয় ,
ঋতুস্নানে শুরুহবে পুরুষমেধ যোগ্য ।
এস,
শ্লেষে বলে ওঠো “শয়তান...চির চক্রী ,মতলবী – নিপাত যাও”
বেশ ,
তবে তাই হোক -
আঁচড়ে চলো দুর্বিত্ত চেতনার কলঙ্ক ।
খামচে ধরো তোমার ‘নারীবাদী’ পুংষাসী খঞ্জর,
......অনেক হিসেব রয়েছে বাকি।
তবু , খতমের উল্লাসে যদি হয়ে ওঠো ‘মানবী’ই শুধু।
...ঘৃনা কোরো - ইতি
প্রজাতিভুক্ত এক পুং
মানব হওয়ার অপেক্ষায়......
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০০৯ দুপুর ২:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




