"নতুন উপলব্ধিতে নিজেকে চেনো" -এরকম একটা স্বপ্নচিন্তা মানুষের অবচেতন মনে আছে । এই স্বপ্নচিন্তা কিংবা বিশ্বাস মানুষ নামের জৈববস্তুর মনে হঠাৎ করে জন্ম নেয় নি। আমাদের চারপাশে অবস্থান কারি অন্য মানুষ এর চিন্তার স্পর্শেই নতুন মানুষ স্বপ্ন দেখছে। যদিও মনে হয় এ চিন্তা কিছুটা অন্যরকম ।
"মৃত্যু কি?" এই প্রশ্নটি হয়তো সত্যি কঠিন , কিন্তু প্রশ্নটির উওর দেওয়া যে একবারেই অসম্ভব নয় তা আমাদের স্বীকার করতেই হবে । বিশেষ করে একবিংশ শতাব্দীতে এসে বিভিন্ন জৈব ও অজৈব বিজ্ঞান এবং গণিত অনেক দুর অগ্রসর হয়েছে। যার ভিত্তিতে মৃত্যু বিষয়ক সত্য কিছুটা হলেও উপলব্ধি করা যায় । তবে মৃত্যুর যথার্থ সংগা দেওয়া আসলেই কষ্টকর । মনোবিজ্ঞানী ফ্রয়েডের মতে ," মৃত্যু একটি বিমূর্ত ধারনা মাএ"। জীবন সম্পর্কে আমাদের অভিজ্ঞতা আছে বলেই আমরা জীবনকে সংগায়িত করতে পারি। স্পষ্টভাবে বলতে গেলে জীবনের চিরঅবসান, জীবনের অনুপস্থিতিই হল মৃত্যু। যার মৃত্যু হয় তার মৃত্যু সম্পর্কে অভিজ্ঞতা হতে পারে , কিন্ত সেই অভিজ্ঞতা বর্ণনা করার সময় সে পায় না। জীবন হতে পারে ছন্দময় কিংবা বিঘ্নসংকুল । কিন্ত এরপরও সেটা জীবন। আমরা একে অনুভব করতে পারি, বিভিন্ন ব্যাখ্যায় বিশ্লেষিত করতে পারি, বিভিন্ন দার্শনিক চিন্তায় সাজাতে পারি।
কিন্ত যখন একটি জীবনের অবসান ঘটে তার সাথে সাথে কী সেই অনুভব ,
সেই চিন্তা ,সেই ব্যাখ্যা শেষ হয়ে যায়?
to be continued.......................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




