আগামী ১৯ জুন বৃহস্পতিবার ৪-৫ জন মিলে ঢাকা থেকে হাকালুকি হাওর দেখার জন্য যেতে চাচ্ছি। তাই কিছু বিষয় জানা দরকার।
১.ঢাকা থেকে ট্রেনে গেলে কোন স্টেশনে নামতে হবে সিলেট নাকি কুলাউড়া?
২. আমরা ২০ তারিখ রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে চাচ্ছি, তাই জানতে চাচ্ছি ১ দিন কি হাওড় দেখার জন্য যথেষ্ট?
৩. কুলাউড়া থেকে কিভাবে হাওড়ে যাব? কত ভাড়া লাগবে?
৪. দুপুরের খাবার কোথায় খেতে হবে?
৫. নৌকা ভাড়া কত নিবে? ৪-৫ জনের জন্য। আমরা কি সন্ধ্যা পর্যন্ত ভাড়া নিব?
৬.নৌকা ভাড়া পাওয়া কি কঠিন? (বিভিন্ন ব্লগে তাই দেখলাম)
৭. আমাদের সাথে এক বা একাধিক মেয়ে থাকবে তাই জানতে চাচ্ছি জায়গাটা কতটুক নিরাপদ?
আরও কিছু জানার থাকলে প্লিজ জানাবেন
ধন্যবাদ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



