-প্রশ্নঃ শুনেছি,আপনি বাংলাদেশের নাগরিক হতে চেয়েছিলেন একবার?
-কবীর সুমনঃ হ্যাঁ,আমি এখনো চাই। আমি সরকারের কাছে আবেদন করিনি,আমাকে রাস্তাগুলো বলে দিন,আমি করব। আমি একটি রাষ্ট্রে থাকি,সে রাষ্ট্রের প্রতি আমি শ্রদ্ধাশীল। আমি কিন্তু ভারতকে অশ্রদ্ধা করে বলছি না, কিন্তু আমার মুখের ভাষাকে সমানে আঞ্চলিক ভাষা বলা হবে,আমার সংস্কৃতিকে সমানে আঞ্চলিক বলা হবে-এটা আমি মানছি না। তেমনি উড়িয়া,অসমিয়া এসব ভাষাকে আঞ্চলিক বলা হবে-এ আমি মানছি না,মানবো না। আমি তো কলকাতার লোক। আমার নানাবাড়ি,দাদামশায়ের বাড়ি ছিল যশোরে। কিন্তু আমি কেন চাইছি জানেন?আমি ওখানেও সংখ্যালঘু,এখানেও সংখ্যালঘু। সংখ্যালঘু-সংখ্যালঘু কমন পড়ে গেল,কাটাকাটি হয়ে গেল। এখানে আসলে আমার ভাষা রাষ্ট্রীয় ভাষা হবে,এর বেশি চাওয়া আমার আর কিছু নেই।
{এটি ১৯৯৬ সালে সুমন বাংলাদেশে আসার পর ভোরের কাগজে দেয়া ইন্টারভিউর একটি অংশ}
সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০১১ সন্ধ্যা ৬:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




