আমি তোমার বিরহে দেবদাস হইয়া জপেছি বোতল তন্ত্র।
এখন পারু ডাকিবো কাহারে?
২ পেগ মেরে বলো- “আহা রে!!”
তুমি পরপুরুষ খোঁজে বিবেক ভুলিয়া আমারে করেছো বন্য,
আমি তোমারি আশায় বেগানা কে করেছি অশ্রুপাতে ধন্য।
এখন কষ্ট বুঝাই কাহারে?
হাত তালি দিয়া বলো- “আহা রে !!”
তুমি অর্থের টানে সুদূর চলিয়া হাসিল করেছো স্বার্থ,
আমি অনর্থের মুখে কাঙ্গাল হইয়া প্রণয়কে করেছি ব্যর্থ।
এখন মুখ দেখাইবো কাহারে?
ঝামটা মারিয়া বলো- “আহা রে!!”
তুমি অসময়ের ঘরে ঘরজামাই হয়ে সময়কে করেছো রিক্ত,
আমি মিলনের আশায় মিলনকে করেছি বিরহের জলে সিক্ত।
এখন দুঃখ বোঝাই কাহারে?
জামায়াতের সহিত বলো- “আহা রে!!”
০৫/০৫/১১
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১১ দুপুর ২:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




