somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অ্যা জার্নি টু দোযখ

০৫ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঐদিন কোচিং-এ ইংলিশ টিচার আসেন নি,
নাইন এর ইংলিশ আর এমন কী- এই ভেবে ঢুকে গেলাম। Paragraph বের করলো,
প্রথমটা ছিলো- My Country.
বই খুলে দেখি,বহুত চাপাবাজি। “Bangladesh is my motherland, It’s a beautiful country, It is full of many natural resources, It is a rapidly developing country” Etc. Etc.. ..

পরের Paragraphটা ছিল, Load Shedding, তারপরেরটা Traffic Jam, তারপর Unemployment Problem, তারপর A street beggar.
Paragraph গুলোর নামেই বোঝা হয়ে যায়,কতটা RAPIDLY DEVELOPING আমার দেশ !

জন্ম থেকে শুনে আসছি বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ।
ক্রিকেট টীম খারাপ করলে-“আমরা উন্নতি করছি”,
রোড এক্সিডেন্টে কেউ মারা গেলে-“আমরা এখনো উন্নত ট্রাফিক ব্যবস্থার জন্য কাজ করে যাচ্ছি”।
গণপিটুনিতে ৬জন মারা গেলে-“আগে তো ৭জন মরতো,এখন তো আমরা সে তুলনায় উন্নত”।

কিছু না বুঝেই বুঝে নিতাম,
আমার দেশ ক্রমশ উন্নতি করছে।
জন্মের এই ২২বছর পরও যখন ঐ একই “উন্নয়নশীল” শুনি, তখন বুঝে নিতে বাধ্য হই,
এটা অনেকটা honorary ডিগ্রীর মত।
আমাদের নেতাদের দেয়া হয় অনারারি ডিগ্রী, যারা SSC পাশ ও করেননি,
আর আমার দেশকে দেয়া হয় “উন্নয়নশীল” উপাধি, যে আদৌ উন্নয়ন শব্দের অর্থই বুঝে উঠতে পারেনি। কিন্তু কেন?

সবসময় শুনি মাহাথির মোহাম্মদের কথা।
যে লোক মালয়েশিয়াকে নিজের প্রচেষ্টায় তুলে নিয়ে গেছেন “অনুন্নত” থেকে “উন্নয়নশীল” পার করে একেবারে “উন্নত” দেশের তালিকায়।
আমাদের mango people সবসময় আফসোস করেন, যদি আমাদের একটা মাহাথির থাকতো !!

বাঙ্গালী,কোত্থেকে থাকবে আমাদের মাহাথির? যে মাহাথির মালয়েশিয়া বানিয়েছেন,তিনিও কিন্তু ২০ বছর সময় পেয়েছিলেন। ২০ বছরে তিনি মালয়েশিয়া বানিয়েছেন, ১/২/৫ বছরে নয়।
আমি বলি,আমাদের দেশে ঘরে ঘরে এমন মাহাথির আছে। প্রতিদিন জন্মায়।


আমরা সেই জাতি, যারা রাগ উঠলে বউ-র চোখে আঙ্গুল ঢুকিয়ে তাকে অন্ধ করে ফেলি,
আমরা সেই জাতি, যারা সেক্স উঠলে পথে হাঁটা কোন মেয়ের মুখে এসিড মেরে দিতে পারি,
আমরা সেই জাতি, যারা এক হূলোতে একটা দেশ স্বাধীন করে ফেলতে পারি-
নেগেটিভ হইলেও এই পটেনশিয়াল আছে বাঙ্গালীর।


কিন্তু সত্য হচ্ছে, সেই পটেনশিয়াল জেগে ওঠার আগেই তাকে মেরে ফেলা হবে,অথবা বসিয়ে দেয়া হবে।

বাঙ্গালী পরিবর্তন চায় না, পরিবর্তন দেখলেই আমরা ভয় পাই, কি না কি হয় !
ছিলেন শেখ মুজিব, বুঝে ওঠার আগেই মেরে ফেলা হয় তাকে,
ছিলেন তাজুদ্দীন আহমদ, সততার মূল্য দিলেন মৃত্যু দিয়ে।
এই জমানায়-ই দেখেন, সোহেল তাজ,ডঃ ইউনুস- কাকেই বা টিকিয়ে রাখতে পেরেছেন?

হালে পার্থ আন্দালিব সাহেবের একটা জ্বালা ধরানো ভাষণ শুনলাম সংসদে। আশান্বিত হতে গিয়েও আবার হতাশ হয়ে গেলাম। লাভ কি? তারও তো সেই একই ভবিষ্যত।
ভাষনটি চাইলে দেখতে পারেন-
http://www.youtube.com/watch?v=7x5wpg31hlQ
যেই আমরা উঠতি ভবিষ্যতদের ২ বছর টিকিয়ে রাখতে পারি না,তারা কিভাবে ২০ বছর ব্যাপী গজিয়ে ওঠা মাহাথির আশা করি??

সাথে তো আছেনই আমাদের শিক্ষিত ছাত্র সমাজ।


তারা ফেনসিডিল খেয়ে ফ্যান্সি মুডে থাকতে রাজি আছেন,
অন্ধকার ক্যাফেতে নারী সঙ্গ উপভোগ করতে রাজি আছেন,
কিন্তু যখনই আসবে রাজনীতির কথা,তখন সুন্দর করে বলে দিবেন—I hate politics.



যদি সবাই-ই এই কথা বলেন,তাহলে আমার মতে তাদের পরিবর্তন আশা করাই উচিত না।
যে কাজ নিজে করতে গেলে ঘৃণা করেন,সে কাজ করতে কিভাবে আপনি আরেকজনকে বলেন?
অবশ্য তাদের দোষ দিয়েও লাভ নাই। কি লাভ?
তারা আসলেও তো তাদের সেই একই ভবিষ্যত।

আমাদের সংসদ ভবন হইয়া গেসে “সংসার ভবন”। একদল আসে,তারা ৫বছর সংসার করেন, আরেকদল পরের ৫ বছর। সংসার এর প্রতিটা সদস্যের পেছনে থাকেন আরও ১৫-২০ জন চামচা, তারা তাদের আখের গোছাতে চাপ দেন ঐ সদস্যের ওপর। ফলে একেবারে চেইন ধরে চলে দুর্নীতি। ৫ বছর চলে যায় আখের গোছাতেই, দেশ নিয়া ভাবার সময় আছে নাকি আবার?

ক্ষমতা যদি আর ৫ বছর বাড়াইয়া পাওয়া যেতো, তাহলে হয়তো কিছু একটা চিন্তা ভাবনা করা যেত।
তাও ঠিক নাই, যদি ধান্দার পর সময় পাওয়া যায় তবে।
কিন্তু সেটা তো আবার বাঙ্গালী হইতে দিবে না।
তারা সংসারে নতুন মুখ দেখতে চায়, ধান্দার নতুন স্টাইল দেখতে চায়।
সব মিলায়ে এক বিশাল সার্কাস পার্টি।

আর কিছু হইলে তো আছেই সেই ৭১ আর সেই মুক্তিযুদ্ধের দোহাই।
আমার তো মনে হয়,মুক্তিযোদ্ধাদের হাতে যদি এখন ক্ষমতা থাকতো, তারাও ৭১ নিয়া পড়ে থাকতেন না। তারা আরেকটা মুক্তিযুদ্ধ শুরু করতেন।

মাকসুদ ভাই বলে গিয়েছেন ভালভাবে-
“লক্ষ লক্ষ লোক শহীদ হয়নি এই ঠকবাজী মেনে নিতে”.. ..

মুক্তিযুদ্ধ একটা চেতনা, ৩০ লাখ মানুষ রক্ত দিয়েছিলেন আরেকটা যুদ্ধের উঠান তৈরী করে দিতে,
তাদের রক্ত নিয়ে হা-হুতাশ করার জন্য না।
মুক্তিযুদ্ধ আমাদের চেতনা, আমাদের বিশ্বাস, আমাদের অহঙ্কার,কিন্তু আমাদের দুর্বলতা নয়।

এবার আরেকটা যুদ্ধ করার সময় এসে গেছে, দেশ গড়ার যুদ্ধ।


মাঝে মাঝে ইচ্ছা করে,
যদি হাতে একটা AK-47 আর পেছনে ১০-১৫ হাজার পোলা পাইতাম,
শালার এক সাইড হতে গুলি করা শুরু করতাম লিস্ট ধইরা।
যে শালার নামে একটা অভিযোগ আছে,সেটাও শেষ।
কাউরে পরোয়া করি না।

সামনে যদি লিস্টে নিজের বাপ-মাও পইড়া যায়, যাক,
বলবো- “আম্মা, খোদা হাফেয। দোযখে দেখা হইবো”
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হাদিকে shoot করে লাভবান হলো কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:২৪


শরিফ ওসমান হাদি যিনি সাধারণত ওসমান হাদি নামে পরিচিত একজন বাংলাদেশি রাজনৈতিক কর্মী ও বক্তা, যিনি জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে গঠিত রাজনৈতিক-সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে পরিচিত। তিনি ত্রয়োদশ... ...বাকিটুকু পড়ুন

আধা রাজাকারি পোষ্ট ......

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৫ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:৫৬


আমি স্বাধীন বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। আমার কাছে একাত্তরের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বা পূর্ব পাকিস্তানের সঙ্গে আজকের বাংলাদেশের তুলনা—এসব নিয়ে কোনো আবেগ বা নস্টালজিয়া নেই। আমি জন্মগতভাবেই স্বাধীন দেশের নাগরিক, কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ইন্দিরা কেন ভারতীয় বাহিনীকে বাংলাদেশে দীর্ঘদিন রাখেনি?

লিখেছেন জেন একাত্তর, ১৫ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:২০



কারণ, কোল্ডওয়ারের সেই যুগে (১৯৭১সাল ), আমেরিকা ও চীন পাকিস্তানের পক্ষে ছিলো; ইন্দিরা বাংলাদেশে সৈন্য রেখে বিশ্বের বড় শক্তিগুলোর সাথে বিতন্ডায় জড়াতে চাহেনি।

ব্লগে নতুন পাগলের উদ্ভব ঘটেছে;... ...বাকিটুকু পড়ুন

বন্ডাইর মত হত্যাকাণ্ড বন্ধে নেতানিয়াহুদের থামানো জরুরি...

লিখেছেন নতুন নকিব, ১৬ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:২৫

বন্ডাইর মত হত্যাকাণ্ড বন্ধে নেতানিয়াহুদের থামানো জরুরি...

বন্ডাই সৈকতের হামলাস্থল। ছবি: রয়টার্স

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সৈকত এলাকায় ইহুদিদের একটি ধর্মীয় অনুষ্ঠানে সমবেত মানুষের ওপর দুই অস্ত্রধারী সন্ত্রাসী অতর্কিতে গুলি চালিয়েছে। এতে... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ সর্বত্র বিরাজমাণ নন বলা কুফুরী

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৬ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:১৪



সূরাঃ ২ বাকারা, ২৫৫ নং আয়াতের অনুবাদ-
২৫৫। আল্লাহ, তিনি ব্যতীত কোন ইলাহ নেই।তিনি চিরঞ্জীব চির বিদ্যমাণ।তাঁকে তন্দ্রা অথবা নিদ্রা স্পর্শ করে না।আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সমস্তই... ...বাকিটুকু পড়ুন

×