টোগো ফুটবল দলের ওপর হামলা হইলো যখন তারা কংগো থেকে বাসে করে অ্যাংগোলা যাচ্ছিল আফ্রিকান নেশন্স কাপ খেলার জন্য।এইটা কোন ভাবেই মাইনা নেয়া যায় না।নিরীহ মানুষ মেরে স্বাধীনতা পাওয়া যায়না। উল্লেখ্য এই হামলা সংঘটিত হয় অ্যাংগোলার কাবিন্দা প্রদেশে। যা অ্যাংগোলার মূল ভূখন্ড থেকে আলাদা এবং কংগোর মধ্যে অবস্থিত একটা এনক্লেভ। তেলসমৃদ্ধ কাবিন্দা প্রদেশে বিগত বেশ কিছু সময় ধরে অস্থিতিশীলতা বিরাজ করছে। বিচ্ছিন্নতাকামী কাবিন্দা গেরিলারা এই হামলার দায়দায়িত্ব স্বীকার করেছে।
আমি চিন্তা করতেছিলাম আদেবায়োর এর কিছু হইলো নাকি। পরে জানলাম সে অক্ষত আছে তখন হাফ ছাড়ছি। তবে ড্রাইভার সহ চার জন গূলিবিদ্ধ হয়ে মারা গেছে।টোগো ইতোমধ্যে টুর্নামেন্ট থেকে নিজেদের কে প্রত্যাহার করে নিয়েছে।যাইহোক টুর্নামেন্ট বাতিল হয় নাই।
১৬ টা দল নিয়ে টুর্নামেন্ট হওয়ার কথা ছিল এখন তো টোগো থাকলোনা।
গ্রূপ এঃ এ্যংগোলা, মালি, মালাবি, আলজেরিয়া।
গ্রুপ বিঃ আইভরি কোস্ট, টোগো, বুর্কিনা ফাসো, ঘানা।
গ্রুপ সিঃ মিশর নাইজেরিয়া মোজাম্বিক বেনিন
গ্রুপ ডিঃ ক্যামেরুন গ্যাবন বেনিন জাম্বুয়া।
১০ জানুয়ারি থেকে খেলা শুরু হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




