১৯০৯ থেকে ১৯১২ সালের মাঝে সার্গেই প্রকুদিন-গরস্কি নামের একজন ফটোগ্রাফার রাশিয়ার জার নিকোলাস দ্বিতীয়ের সাহায্যে রাশিয়ান সাম্রাজ্য নিয়ে একটি ফটোগ্রাফিক সার্ভে করেন । তিনি একটি বিশেষায়িত ক্যামেরার সাহায্যে লাল, নীল ও সবুজ রঙয়ের তিনটি ফিল্টার ব্যবহার করে অতি দ্রুত একই ছবি তিনবার তোলেন । যার কারণে, তিনটি ছবির এক করে একটি প্রায় রঙ্গিন ছবি পাওয়া সম্ভব হয় । ছবিগুলো যখন তোলা হয়, তখন রাশিয়ান বিপ্লব বা প্রথম বিশ্বযুদ্ধ কোনটিই শুরু হয়নি ।
তো আসুন দেখে নেয়া যাক, আজ থেকে একশ বছর আগে সেখানে মুসলমানদের জীবনযাত্রা কেমন ছিল.........
কাবাবের দোকানে দোকানী

ইনি সম্ভবত আমলা ছিলেন

ফল-বিক্রেতা

কাপড়ের সওদাগর

বরফের মাঝে পাখি নিয়ে চলেছে বৃদ্ধ

ভিস্তিওয়ালা(পানি-বিক্রেতা)

সমরকন্দ(বর্তমানে উজবেকিস্তানে) মসজিদ প্রাঙ্গণে বসে থাকা একজন বালক

যাযাবর কিরগিজ

ঐতিহ্যবাহী পোষাক পরিহিতা কয়েকজন মহিলা


বুখারার আমির আলিম খান(১৮৮০-১৯৪৪)

দাগেস্তানের একজন পুরুষ ও একজন মহিলা মহিলা পোজ দিচ্ছেন, পুরুষটির হাতে তলোয়ার

শেকলে বাঁধা দুজন কয়েদী

সমরখন্দের একটি মসজিদে দুজন লোক

জনৈকা পর্দানশীন উজবেক মহিলা

সমরকন্দের পাহাড়ী এলাকায় একজন রাখাল

সূত্রঃ ওয়েবসাইট
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




