অব্যক্ত অনুভুতি গুলো কেন তমায় চায়
কবিতার প্রতিটি ছন্দ কেন তোমায় চায়
অসংখ্য নিস্প্রান কোষ বাঁচার জন্য কেন তোমায় চায়
কল্পনার সব রঙ কেন তোমায় ছুতে চায়
আমার জানা হল না.........।।
তুমি ও জানতে চাইলে না......
কেন অজানা মনে তমায় ভাবি
কেন বৃষ্টি ভেজা দিনে তোমার অপেক্ষায় থাকি
কেন শীতের সকালে শিউলি কুড়াই
কেন নিত্ত্যনতুন সপ্ন সাজাই তোমায় নিয়া.........
তাই এই অবেলায় দুজনেই মোরা বিমর্ষ......
অনেক সপ্নের কথা কবিতার খাতায় তোমায় বলা হয় না
তোমার রাগ অভিমানে জরজরিত হওয়াও আমার হয় না
চোখে চোখ রেখে বহুখন বসে থাকা ও হয় না
নীরবে হাত ধরে বহুদুর হেটে চলা ও হয় না.........
আর কখন তোমার ঘুম ভাঙ্গাতে আমার যাওয়া হবে না
নিশীথিনির মতো রাত্রি ধরে পাশে থাকাও তোমার হবে না...।।
তবুও জানি...
দুজন দুজন কে ভালবাসবো...
দূর থেকে মনে রাখবো.........।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




