আজ অনেক দিন তোমায় দেখি না
তোমার চুলের স্পর্ষ অনুভুতিদের জাগায় না
তোমার চোখে অপলক চেয়ে ও থাকি না
চুপচাপ হাত ধরে বহুখন বসা ও হয় না
চোখের গভীরতায় ভালবাসা ও খোজা হয় না
আজ হঠাৎ করে বিগত দিনের দূ;খদের খুজছি
তারা নাই !!!!
তাদের ছায়াও নাই কোনোখানে
তবে কি তোমায় কাছে পাবার আকুলতা নিঃশেষ হয়েছে
নাকি কষ্ট গুলো আমার মত পথ হারিয়াছে
হয়তো ভালবাসা কমতে শুরু করেছে
হবে হয়তো...
এখন আর তোমাকে দেখার উগ্রতা সীমানা ছাড়ায় না
তোমার সংগ পাওয়ার আবেদন ও জাগে না
তোমায় সাজানোর চেষ্টাতে ও মন সাড়া দেয় না
অন্তহীন নীরবতা আমাকে...
নিরলিপ্ত হতে শিখিয়াছে
অনুভুতিদের হত্যা করতে শিখিয়েছে
ভালবাসা ছাড়া বাচঁতে শিখিয়েছ.............
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




