জানি বৃষ্টি তোমার কখন ই ভাল লাগে না...।
তবুও আজ ও বৃষ্টি শেষে অভিমান হয়.........
মাস খানেক আগে ও রাতে বৃষ্টিতে ভেজার জন্য বেপক বকা দিত মৃম্ময়...।।বলত যদি বৃষ্টিতে ভিজি তাইলে আমার সাথে আর কখন কথা বলবে না......।দেখা করবে না...
গান ও শুনাবে না...ভুলে ও আর খাইয়ে দিবে না...।
আমার খুব রাগ লাগত,......এই কারনে মেয়েটা জানে আমি বৃষ্টি ভালবাসি তারপর ও মানা করে......বকা দেয়...আর কিছু হইলে মন খারাপ করে...
ওর একটা কথা বেশি ব্যাথা দিত...বলত..."তুই আমাকে না বৃষ্টি কে বেশি ভালবাসিস...।।
যারে বেশি ভালবাসিস তার কথা শুনিস......তাইলে হবে...।।
গত কাল রাতে ছাদে অনেক খন দাড়িয়ে ছিলাম...।।ভাবতেছিলাম ভিজবো কিনা......।
অপেক্ষা করতেছিলাম একটা কল আসবে।।আবার বকা দিবে...।।
কিন্তু কল ও আসলো না......।আমি ও বৃষ্টিতে ভিজলাম না......।
জানি আর কোনো দিন ও বকা দেওয়ার জন্য মৃম্ময় আসবে না......।।
আর কোনো দিন ও ভালবাসবে না......
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১০ সকাল ৯:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




