আমি বিশাল বেপক কিছু নই
তোমাদের আসে পাশের চলার পথে
কিংবা চায়ের দোকানে বসা
আটপৌর মানুষটি আমি
সাধারন চোখে এড়িয়ে যায় যাদের থেকে
তাদের মাঝে
হঠাত পরিচয় ভুলে যাওয়া
মানুষটি আমি
সমাজের অনেক অসংগতি দেখে নিশ্চুপ থাকা
আপন সপ্ন গুলোর মৃত্যু দেখা
নিজের অধিকার জেনে ও মানিয়ে চলা
মানুষটই আমি
আমি ঐ সব মানষের মত
যারা ভালবাসতে শিখেছে
ভালবাসাতে শিখে নি
যারা কস্ত পেয়ে ও হাসতে থাকে
নির্লজ্জের মত তবুও ভালবাসতে থাকে
আর অপেক্ষায় থাকে
কেউ হয়ত কন দিন ভালবাসবে
তবুও এইটুকু সান্তনা পাই
নিজেকে মানুষ ভেবে
একটু ভালভাবে বাচঁতে চাওয়া মানুষ
নিজের সাথে আটপৌর জীবন নিয়ে
বাচতে চাওয়া মানুষ......।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




