বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনের দিন লেনদেন বন্ধের ঘোষণা দেওয়ায় সরকারি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের জন্য বন্ধ হচ্ছে পুঁজিবাজার।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী ১৭ ফেব্র"য়ারি পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে।
বিশ্বকাপ উদ্বোধনের ওই দিনে ঢাকায় ইতোমধ্যে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
ঈদ ই মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ছুটি থাকায় ১৬ ফেব্র"য়ারি (মঙ্গলবার) এমনিতেই লেনদেন বন্ধ থাকবে পুঁজিবাজারে। এরপর ১৮ ও ১৯ তারিখ শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।
রোববার খোলার দিন থাকলেও সোমবার ২১ ফেব্র"য়ারি সাধারণ ছুটির দিনে আবার বন্ধ থাকবে পুঁজিবাজারে লেনদেন।
এদিকে ডিএসই'র ওয়েবসাইটে মঙ্গলবার আরো জানানো হয়েছে, পুঁজিবাজারে শেয়ার কেনার জন্য সরকার সোনালী, জনতা, অগ্রণী ও আইসিবি ব্যাংকে তহবিল দিচ্ছে।
তবে কী পরিমাণ তহবিল দিচ্ছে, তা জানানো হয়নি।
অন্যদিকে গত এক মাসে সাধারণ সূচক প্রায় ২ হাজার পয়েন্ট কমার পর মঙ্গলবার দিনের শুরুতে সূচক বৃদ্ধির প্রবণতা লক্ষ করা গেছে।
ডিএসইতে লেনদেন শুরুর প্রথম ২০ মিনিটে সূচক ২৯ পয়েন্ট বেড়ে ৫৬০৯ দশমিক ৪৯ এ দাঁড়িয়েছে।
তবে লেনদেন হওয়া ১৬৮টি শেয়ারের দামই কমেছে, বেড়েছে ৩৫টির। ৯টি শেয়ারের দাম অপরিবর্তিত ছিলো।
একদিন আগেই পুঁজিবাজারে ব্যাপক দরপতদনে বিক্ষোভ করে বিনিয়োগকারীরা। আটক করা হয় অন্তত ৫০ জনকে। ক্ষুব্ধ বিনিয়োগকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
View this link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




