ভাই তোরাই পারিস বাংলাদেশের সম্মান রক্ষা করতে। কাল নিউজিল্যান্ডের সাথে ভাল খেলে একটা জয় এনে দিস। ভাইরে খেলায়তো হারজিত আছে তবুও কাল যে আমাদের একটা জয় বড় দরকার। সৌরভ গাঙ্গুলি আজ বলেছে তোরা নাকি আফগানিস্থান, জিম্বাবুয়ে,আয়ারল্যান্ডের চেয়েও খারাপ দল। তাকে একটা জবাব দেয়ার জন্য কাল যে তোদের জয়টা খুব জরুরী। তোরাতো পারিস, মনে পড়ে? ২০১০ সালে যে নিউজিল্যান্ডকে ধবল ধোলাই দিয়েছিলি। কিছুদিন আগে এশিয়া কাপে ভারত-শ্রীলংকাকে বুঝিয়ে দিয়েছিলি যেভাবে সেভাবে কি পারবি না। অবশ্য পারবি। তোদেরকে যে পারতে হবে। কেন পারবি না? তোদের সাথে আমরাও আছি। তোদের জন্য প্রার্থনা করছি। কাল একটু ভাল খেলিস।
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




