ক্লাস ফাইভ এর ফাইনাল পরীক্ষা শেষ করে সারাদিন কিতকিত , গোল্লাছুট , বৌ-ছি, পাঁচ গুটি , আর নানা রকম খেলায় মত্ত থেকেই কাটিয়ে দেয় বাড়ির ছোট্ট মেয়েটি ...
চার বোন আর দুই ভাইয়ের মাঝে সেই সব থেকে ছোট । এবং স্বভাবতই অতি আদরের ছোট বোন সবার । তবে তাকে সব থেকে বেশি ভালবাসে অনেক আগেই মধ্য-বয়স পেরোনো মা বাবা ।
তিন বোন আর এক ভায়ের বিয়ে হয়ে গেছে আগেই .... বাকি আছে এক ভাই আর সে .।
প্রতিদিনের মত সেদিনও তার প্রত্যহিক খেলায় মশগুল ছিলো সে পাড়ার অন্য সব মেয়ে গুলোর সাথে ....
হঠাৎ তার মা-এর ডাক ......
মা : তাহমিনা ,,,,, এই তাহমিনা বাড়ির ভিতরে একটু আয় মা ' দেখে যা কারা এসেছে "
ছোট্ট মেয়েটি অতি আগ্রহের সাথে খেলা পন্ড করে দৌড়ে তার মায়ের ডাকে সারা দিতে বাড়ির ভেতরে যায় ..
তাহমিনা : কে এসেছে মা ,, ???
হাঁপাতে হাঁপাতে প্রশ্ন করে সে
মা : তোর মেজ আপা আর দুলাভাই ,,!
থালা বাসন গোছাতে গোছাতে ভাবলেশহীন ভাবে উত্তর দেয় মা ।
তারপর মেয়েটি অতি আদুরে গলাই "আপু , আপু বলে ডাকতে ডাকতে ঘরের দিকে পা বাড়ায় । এবং ঘরে ঢুকেই তার আপুকে জড়িয়ে ধরে বলে ,,
তাহমিনা : আপু কেমন আছো ?? জানো আমার পুতুলের বিয়ে পরশুদিন
তার আপু কিছু বলার আগেই তার দুলাভাই বলে ...
দুলাভাই : পুতুলের বিয়ের পর তোমার বিয়ে দিয়ে তারপর যাবো
দুলাভাইয়ের এমন কথা শুনে একটু লজ্জা আর রাগ মেশানো গলায় বলে ..
তাহমিনা : আপনি বিয়ে করেন গিয়ে ,, আমি কোন দিন বিয়েই করবো না ,,,!!
তারপর ওখান থেকে বের হয়ে তার মা এর কাছে গিয়ে নালিশ জানায় মেয়েটি ,,,
তাহমিনা : মা আমি তোমাদের ছেড়ে কোথাও যাবো না ,, আমি বিয়ে করবো না ।
মেয়ের মুখে হঠাৎ এমন কথা শুনে তার মা আশ্চর্য হয়ে বলেন ..
মা : ধুর পাগলি তোকে বিয়ে দিচ্ছে কে !! তুই এখনও বড় হবি লেখা পড়া করবি তারপর তো বিয়ে !!!
তাহমিনা : না মা আমি তারপরও বিয়ে করবো না ,,, আমি তোমাদের ছেড়ে কোথাও যেতে পারবো না ।
কথা গুলো বলতে বলতে মেয়েটি তার মা কে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয় । তখন তার মা তাকে বুঝিয়ে সুঝিয়ে সান্তনা দিলে সে কান্না থামায় ।
এই ঘটনার দুই দিন পর তার পুতুলের বিয়ের প্রতিকী অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে ,, তাহমিনার মেয়ে পুতুলের সাথে তার বান্ধবী সাথির একটি ছেলে পুতুলের বিয়ে ।
ছোট্ট পুতুলের বিয়ের জন্য তার খেলার ঘর সাজিয়েছে নিজের খুব সুন্দর করে । একটু পরেই পাত্র পক্ষ আসবে তাই সে এখন মহা ব্যাস্ত ।
খেলার ছলে রান্না-বান্না ও যাবতীয় আয়োজন শেষ করে বসে আছে ।
যথাসময়ে তার বান্ধবী তার পুতুল ছেলে কে নিয়ে আসে ওদের বাড়িতে ,, অনেক মজা , অনেক আনন্দের মাঝে বিয়ের কাজ শেষ হয় । সন্ধ্যায় তার মেয়ে পুতুল সাজিয়ে নিয়ে চলে যায় ওর বান্ধবী ।
আদরের পুতুল বান্ধবী নিয়ে যাবার পর ওর খুব মন খারাপ হয় । তারপর শিশু মনেই ভাবতে থাকে , আমাকেও যদি বিয়ে দিয়ে দেয় তবে অন্য মানুষেরা আমাকে নিয়ে যাবে ,, আমার মা বাবার কাছে আর থাকতে দেবে না ।
এই সব ভেবে কান্নাকাটি করতে করতে সে আবার তার মা এর কাছে গিয়ে মায়ের কোলে শুয়ে পড়ে ।
মা তার নিজের অভিজ্ঞতা দিয়েই বুঝতে পারেন মেয়ের মনের অবস্থা । তাই ঐ প্রসঙ্গে না গিয়ে অন্য কথা বলেন মেয়ের সাথে ..
মা : মনি তোর আপুরা কাল চলে যাবে !! তোর পরীক্ষা শেষ তাই তোকেও নিয়ে যেতে চায় .. যাবি ???
তাহমিনা : না আমি যাবো না !!
মা : কেন ?? তোর আপু দুলাভাই দুজনই বলছে যখন দুই/তিন দিন থেকে আয় না .. তারপর না হয় তোর আব্বা যেয়ে নিয়ে আসবে !!!
অনিচ্ছা স্বত্বে ও কি যেন ভেবে রাজি হয় মেয়েটি ,,, হয়তো নিয়তিই তাকে বাধ্য করে রাজি হতে ...
( চলবে .....)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




