আজ নতুন ড্রেস পরে ইন করে একেবারে বাবু হয়ে কলেজে যাচ্ছে রাকিব ...ফুরফুরে বাতাসে শ্যাম্পু করা চুল উড়াতে উড়াতে তার ছোট লাল সাইকেলটা হেলেদুলে চালাতে চালাতে ছুটে চলেছে সে কলেজের দিকে ,,,,
কলেজে যেতে বাসা থেকে ওর দশ পনেরো মিনিট লাগে ..। আজও তার অন্যথা ঘটেনি ...। কলেজে পৌছে সাইকেল স্টান্ডের দিকে যেতে যেতে দেখলো ওদের স্কুল লেবেলের এক ছাত্রকে ধরে পিটাচ্ছেন এক স্যার সম্ভবত স্কুল ড্রেস পরে আসেনি
রাকিব জানে এই বিষয় গুলো ,, কারণ ঐ এই স্কুল এন্ড কলেজ থেকেই এস.এস.সি পাশ করে আবার এখানেই ভর্তি হয়েছে ।
আজ ওর কলেজ জীবনের প্রথম সপ্তাহের শেষ দিন ...। অনেকের সাথেই ইতি মধ্যে পরিচিত হয়েছে সে । আর বেশির ভাগই স্কুল জীবনের ফ্রেন্ড ,,, তবে নতুনদের মধ্যে , তৌফিক , তুহিন , সুপ্ত , হিমু , মুক্তা, বিথী , তানিয়া , রুমানা , রোজ , ছাড়াও আরও অনেকে
তবে ওদের সার্কেলেটাতে এই কজনেরই মিল হয়েছে সব থেকে বেশি ।
ক্লাস রুমে ব্যাগ রেখে ও লাইব্রেরির দিকে রওনা দিলো ...। আজকের খবরের কাগজটা পড়বে আর লাইব্রেরিয়ান ম্যাডামের সাথে কটু আড্ডা দেবে
---- কি ব্যাপার আপনারা আজ এত সকালে কলেজে !!!!
---- কেন রাকিব !!! আমরা কি দেরি করে আসি ???
---- না ঠিক তা না !!! এমনি বলছিলাম ....!!!!
এসব কথা বলতে বলতে ওদের সামনে বসল রাকিব .। ক্লাস শুরু হতে আরও আধা ঘন্টা বাকি তাই ওদের সাথে আড্ডাটা ভালই জমবে ..। সেই সাথে বিথীর সাথেও আর একটু ফ্রী হওয়া যাবে
ওদের কথা পাঁচ মিনিট যেতে না যেতেই হঠাৎ তানিয়া রাকিব কে প্রশ্ন করলো...
---- আচ্ছা রাকিব !!! তোমার কেমন মেয়ে পছন্দ ???
---- আমার শান্ত শিষ্ট সুন্দরী ভদ্র ও সুন্দর মনের একটা মেয়ে পছন্দ :#>
---- ঠিক তোমার মত তাই না !!!!
রাকিব একথা শুনে বুঝলো যে,,মেয়ে দুইটা ওকে পচাতে চাইছে ,, এবং ওদের দুজনার চোখে মুখে একটা দুষ্টুমির ভাব দেখে রাকিব বললো ...
---- তবে আরও কিছু শর্ত আছে ,, বাবার এক মাত্র মেয়ে হতে হবে । বিপাশা বাসুর মত হট & সেক্সি ,, আমিশা প্যাটেলের মত নাদুসনুদুস ফিগার ,,,,,,,,,,,,,,,,,,,,
---- এই থামো থামো তোমাকে আর বলতে হবে না ,, তুমি যে এই লাইনে ভালই পাকা আমরা বুঝেছি
এই বলে মেয়ে দুটো হাসতে লাগলো ...।
রাকিব জানে ওরা গার্লস স্কুল থেকে এসেছে তাই একটু বেশিই ফাজিল হবে এটাই স্বাভাবিক ...। একটু এক্সট্রা অ্যাডভান্স ...।
কথা বলতে বলতে অনেকখানি সময় অতিবাহিত হয়ে গেছে ,, ঘড়ি দেখে রাকিব বললো এই চলো ক্লাসে টাইম হয়ে গেছে ....।
যাবার সময় লাইব্রেরিয়ান ম্যাডাম কে উদ্দেশ্য করে রাকিব বলে নানী টিফিনে আসবো ....
৩টা ক্লাস শেষ টিফিনের ঘন্টা বাজলে রাকিব তানিয়া আর বিথীর দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে লাইব্রেরিতে চলে গেল ...।
কিছুক্ষন পর বিথী আর তানিয়া ওকে পঁচানোর টার্গেট করেই ওখানে আসলো । ওরা এসে দেখে রাকিব লাইব্রেরির ঐ কোনার দিকে জানালার পাশে বসে পত্রিকায় কি যেন করছে !!!
তানিয়া বিথীকে পাশের একটা চেয়ারে বসতে বলে রাকিবের উদ্দেশ্য বললো ...
---- এই যে মিস্টার কি করছো ???
---- এইতো শব্দভান্ডার মিলাচ্ছিলাম
---- সেকেন্ড ক্লাসটা করলে না কেন ???একাউন্টিং স্যার তো খুব প্রশংসা করলো তোমাকে ,, শান্ত শিষ্ট, নম্র ভদ্র ছেলে ,, আরও কি কি যেন বলছিলো !!!! এই বিথী বল না কি বললো .....
এবার বিথী মুখ খুললো ......
---- তোমরা ওকে বন্ধু বানাতে পারো ..। ছাত্র হিসেবেও ভাল ওর কাছ থেকে অনেক হেল্প পাবা ..। বিশেষ করে ওর করা নোট নাকি অনেক ভাল ,, তাই তো বললো ....।
তানিয়া এবার সুমনের দিকে হাত বাড়িয়ে দিয়ে বললো .....
---- বন্ধু হতে পারি !!!!!
রাকিব তানিয়ার সাথে হাত মেলাতে মেলাতে বললো ....
---- তুমি হাত বাড়ালে , তাই বন্ধু বানালাম , অন্য কেউ হাত বাড়ালে ফিরিয়ে দিতে হতো ...।
---- মানে কি ??? এখানে অন্য কেউ আবার কে ??? তুমি কি বিথীকে মিন করলে ????
---- না আমি কাউকে মিন করিনি
বিথী এবার একটু চাপা গলায় তানিয়াকে বললো .....
---- হুমমমমমমম,,,,, অনেক কিছুই এমনি এমনি বলেন মনে হচ্ছে তোর বন্ধু ।,,
কথাটা শুনেও না শোনার ভান করলো রাকিব ...
এসব কথা যখন ওরা বলাবলি করছিলো তখন কেউ তেমন একটা না থাকলেও টিফিনের পরের পিরিয়ডে ক্লাস না থাকায় , তৌফিক , সুপ্ত , মুক্তা , রোজ , রুমানা সবাই আসলো ওখানে ....।
এসেই সবাই এক সাথে ধরলো রাকিব কে ......
---- দোস্তো একাউন্টিং ক্লাসে তো স্যার তোমাকে প্রশংসার সাগরে ভাসিয়ে দিলো ..। এখন আমদের একটু আপ্যায়নের সাগরে ভাসিয়ে দাও দেখি ...।
রাকিব তখন ওদের সবাইকে নিয়ে গেল ক্যান্টিনে ...। তারপর সবাই মিলে ফুসকা,,চটপটি ,, আর যার যা ইচ্ছে সে সেটা খেল ...।
তারপর বিল দেওয়ার সময় তৌফিক বললো ....
---- আমরা সবাই ফ্রেন্ডস ....। সো শেয়ারিং টা এখন থেকেই শুরু ..। রাকিব দেবে ৫০% আর বাকি ৫০% আমরা সবাই মিলে ...। ওকে ....??
সবাই রাজি হলো... তারপর বিল পরিশোধ করে ওরা পাশের একটা ঝাউ গাছের সামনে সবাই গোল হয়ে বসে সবার নানা বিষয় নিয়ে গল্প করতে লাগলো ।
কার বাবা কি করেন ,,, কে কি হতে চায় ,,,, আরও অনেক অনেক বিষয় ...
এইসব কথার মাঝেই রাকিব জানতে পারে ..বিথী আর তৌফিক সম্পর্কে বেয়াই-বেয়াইন ......।
{চলবে .......}
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১১ রাত ৩:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




