

অনেক আদরের ধন, সাত বছরের শিশু সুমন বায়না ধরেছে তরমুজ খাবে।রিক্সা চালক বাবা সারাদিনের ঘর্মস্নাত কষ্টার্জিত আয় হতে , সন্তানের আবদার রক্ষায় তরমুজ কিনে বাড়ী ফিরে।বাবার হাতে তরমুজ দেখে সুমনের আনন্দ কে দেখে!!তরমুজের চারিদিকে কয়েকপাক ঘুরে বাবার কোলে শান্ত হয়ে বসে সুমন। মা , সমীরন তরমুজ কেটে মহা খুশী , এতো টকটকে লাল তরমুজ আগে কখনো দেখেনি সমীরন। এক ফালি উঠিয়েই শিশু সুমনের হাতে দেয়, মা । মুখে ঘুজে দিতেই মুহুর্তের মাঝে শিশু সুমন ঢলে পড়ে বাবার কোলে, আলিঙ্গন করে মৃত্যুকে। কে জানতো? অসাধু ব্যবসায়ীর হাত ধরে মৃত্যু দূত তরমুজের মাঝে লুকিয়ে ছিলো।
আপনারা কি চান এভাবে শিশু সুমনদের মৃত্যুর মিছিলে আরো সুমন যুক্ত হোক ?যদি না চান তা হলে আসুন ২২ তারিখ শুক্রবার সকাল ১০ টায় কাওরান বাজার ওয়াসা ভবনের সামনে। সুস্থভাবে বেচে থাকার দাবিতে, যোগদিন নিজের তাগিদে।
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:২১