somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আগুনের পরশমনিতে হোসেইনের জমিন

১৪ ই আগস্ট, ২০০৭ বিকাল ৩:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই পোস্টটি লুপ্ত কৌশিক ব্লগ থেকে উদ্ধার কৃত



আগুনের পরশমনিতে হোসেইনের জমিন
২০০৭-০৫-০৯ ১৬:৫৯:০২


ব্রাউন সুগারের চেয়ে কোন অংশে কম নয় ব্লগাডিকশন। এ নেশার মাত্রা যারা বাড়িয়ে দেয় তাদের মধ্যে হোসেইন একজন। হঠাৎ মাটি ফুঁড়ে ওঠা একজন ভয়াবহরকমের ভাল রম্যলেখক। অনেকদিন মন্তব্য করলেও পূর্ণাঙ্গ লেখার অভাব থেকেই যাচ্ছিল। কিন্তু একদিন তিনি খুলে দিলেন প‌্যান্ডোরার বাক্সখানি, ব্লগাররা বিমোহিত, এডিক্ট করে ছাড়লেন অনেক পাঠককে। স্বাভাবিকভাবেই জানার আগ্রহ তৈরী হয়েছে অনেক। অনেক দিন বন্ধ হয়ে থাকা আগুণের পরশমনিতে সেজন্য এবার হোসেইনকে নিয়ে এসেছি। এটা কেবিসির মত আগুণের পরশমনির দ্বিতীয় সিরিজ। প্রতি মাসের প্রথম বৃহস্পতিবার একজন ব্লগারেরর সাক্ষাতকার নেয়া হবে।

সো লেডিজ এন্ড জেন্টেলম্যান, প্রেজেন্টিং হোসেইন - এবার ইচ্ছেমত জেনে নিন কিভাবে বধ করা যায় রাগ, লজ্জা, ভয় ও ভূজ!

রেটিং:৩.৯/৭
রেটিং দিতে লগ ইন করুন

* Send to your friend
* মন্তব্য লিখুন
* ১৬৬টি মন্তব্য
* ৯৩৯বার পঠিত



এই লেখার লিংক আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন





এই লেখার লিংক আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন

আপনার নিজস্ব ই-মেইল ক্লায়েন্ট ব্যবহার করতে চাইলে এখানে ক্লিক করুন

আপনার নাম :

আপনার ই-মেইল :

আপনার বন্ধুদের ইমেইল :

মেসেজ (নীচের মেসেজটি আপনার ইচ্ছামত পরিবর্তন করুন ) :
hi, i have been reading a nice wonderful post in http://www.somewhereinblog.net and would like to share it with you. Here is the post link http://www.somewhereinblog.net/blog/kowshikblog/28709816 , please visit the link and rate it if you like. :-)

আপনাকেও একটি কপি পাঠান :



comment by: বকলম বলেছেন :
২০০৭-০৫-০৯ ১৭:০২:৫৯

কি ভাবে?
comment by: কৌশিক বলেছেন :
২০০৭-০৫-০৯ ১৭:০৩:৪১

মহামান্য হোসেইন আগুণের পরশমনিতে আপনাকে স্বাগতম। অনেক দিন পরে উষ্ণতার ছোঁয়া পাচ্ছি আপনাকে পেয়ে। আপনি অনেকদিন যাবৎ পাঠক ব্লগার হিসাবে পরিচিত ছিলেন। হঠাৎ এমন কি জিনিস আপনাকে প্রচন্ড নাড়া দিল যে আপনি সরব হয়ে উঠলেন এবং আপনার চমৎকার লেখাগুলো তৈরী হওয়া শুরু হলো? আরেকটা ছোট্ট অপ্রসাংগিক প্রশ্ন, শেষ কবে ফার্মগেট গিয়েছিলেন?
comment by: হোসেইন বলেছেন :
২০০৭-০৫-০৯ ১৭:০৪:১৬

এইডা মানলাম না।অনেক বস লেখকরে থুইয়া আমারে টানেন কেনে?হেরা শেষ হউক,হেগো কতা শুনি,আমি আরো কিচু ছাগল মারি,তারপর আসিব।
comment by: কৌশিক বলেছেন :
২০০৭-০৫-০৯ ১৭:০৫:২৯

একবার শুরু হইয়া গেলে আর পেছনে ফেরা যায় না। তারপরে আর্চরাইভালও দেখতে চেয়েছে, সো নো ওয়ে ভ্রাতঃ! প্রশ্নের জবাব দিন আগে!
comment by: হোসেইন বলেছেন :
২০০৭-০৫-০৯ ১৭:০৬:২৬

ঠিকাচে।(শরম মিশ্রিত হাসি)।
comment by: বকলম বলেছেন :
২০০৭-০৫-০৯ ১৭:০৮:৩৩

শরম রুমালে মুইছা আমার প্রশ্নের উত্তর দেন।
comment by: হোসেইন বলেছেন :
২০০৭-০৫-০৯ ১৭:০৮:৪১

প্রশ্ন জমুক কয়েকটা।তারপর কমু।তয় আমারে প্রশ্ন করব,এমন লুক বেশি পাইবেন না।
comment by: কৌশিক বলেছেন :
২০০৭-০৫-০৯ ১৭:১১:৪৬

সামহোয়ারইনব্লগের ভূমিকা বর্তমান সময়ের হিসেবে মূল্যায়ন করুন। আমি ব্লগস্পটে ও ওয়ার্ডপ্রেসের বাংলা ও ইংরেজী মিলিয়ে অনেক চমৎকার ব্লগ দেখেছি যাদের লেখা অনেক মানসম্মত এই ব্লগের পোস্টগুলো থেকে। সে হিসাবে সামহোয়ারেরর অবস্থান নিতান্তই দরিদ্র মনে হয়েছে । পর্যালোচনামূলক মন্তব্য করুন।
comment by: জেবতিক আরিফ বলেছেন :
২০০৭-০৫-০৯ ১৭:১২:৩৪

হোসেইনের মাঝে দুই ধরনের স্বত্তা দেখা যায়। এক হোসেইন সারা রাত আকন্দ আর ত্রিভুজের বিরুদ্ধে কমেন্ট মেরে যায়,আরেক হোসেইন ব্লগের বাথরুমে বেশিক্ষন থাকতে আমাদের নিষেধ করে।
এই দুই স্বত্তার মাঝে,আসল হোসেইন কোনটি?
comment by: কৌশিক বলেছেন :
২০০৭-০৫-০৯ ১৭:১৩:৩৯

এছাড়া এর কমন ফ্রন্টপেইজ লেখার মান উন্নয়নের চেয়ে কমিউনিটি ডেভলপিং এর সুযোগ বেশী দিচ্ছে যেটা ব্লগিং এর সার্বজনীন উদ্দেশ্য ব্যহত করছে বলে অনেকে বিশ্বাস করে। এ বিষয়ে আপনার মতামত কি?
comment by: বকলম বলেছেন :
২০০৭-০৫-০৯ ১৭:১৩:৪০

ঠিকাছ প্রশ্নের সংখ্যা বাড়াইতেছি...
কন, রুকু একটা কিন্তু সিজদা কেন দুইটা, নাক একটা তার ছিদ্র কেন দুইটা?
comment by: চোর বলেছেন :
২০০৭-০৫-০৯ ১৭:১৬:১৯

হা হা হা! আপাতত কুনু কুশ্চেন্নাই।
comment by: আনোয়ার সাদাত শিমুল বলেছেন :
২০০৭-০৫-০৯ ১৭:২৩:৪৪

হোসেইন:
১) ব্লগার হোসেইন আর ব্যক্তি হোসেইন-এর মাঝে কখনো দ্বন্দ্ব কিংবা সংঘাত হয়েছে?
২) আপনার প্রিয় ৫জন ব্লগারের নাম বলুন।
৩) মো: সুমির সাথে আপনার ঘনিষ্টতার প্রেক্ষাপট ও আগামীর সম্ভবনা কি?
comment by: অচেনা বাঙালী বলেছেন :
২০০৭-০৫-০৯ ১৭:২৪:০০

ছাগলের শিনার নাকি নলির মাংস, কোনটা বেশী চয়েস করেন। এবং কেনো?
comment by: অরূপ বলেছেন :
২০০৭-০৫-০৯ ১৭:২৪:৩৪

১. বয়স কতো?
২. কোরবানীতে খাসী না গরু?
৩. ব্লগে লটকে থাকার তিনটি কারন কি কি?
৪. পছন্দের ব্লগার কারা (যাদের লেখা পড়তে পছন্দ এবং যাদের পঁচাতে পছন্দ)?
comment by: অচেনা বাঙালী বলেছেন :
২০০৭-০৫-০৯ ১৭:২৫:৩৮

আমার কাগু আকন্দরে এত জ্বালান ক্যান?
comment by: অচেনা বাঙালী বলেছেন :
২০০৭-০৫-০৯ ১৭:৩৫:৩৪

জাঝা বলিতে আপনি কি বুঝিয়া থাকেন? জাঝা দিয়া একটি বাক্য রচনা করিয়া দেখান।
comment by: হোসেইন বলেছেন :
২০০৭-০৫-০৯ ১৭:৩৭:০১

উত্তর শুরু করছি।ভাষায় ভুলভাল মাপ কইরেন।
কৌশিক ভাইয়ের প্রশ্ন:
আপনি অনেকদিন যাবৎ পাঠক ব্লগার হিসাবে পরিচিত ছিলেন। হঠাৎ এমন কি জিনিস আপনাকে প্রচন্ড নাড়া দিল যে আপনি সরব হয়ে উঠলেন?
হোসেইনের উত্তর:
এখানে পরথম পড়তে আইচি,লেখতে আই নাই।তাই পরথম খালি কমেন্ট মাইরা গেছি।টুকটাক রসিকতা করছি।ভালারে ভালা আর খারাপরে খারাপ কইছি।মাগার কিছু ব্লগাররে দেকলাম,তাগো নিজেগো কুনু কতা নাই।তারা আসে অন্য পাবলিকরে খুচাইতে।খুচানোতে তাগো আনন্দ।পিয়াল ভাইয়ের ভাষায় ''পুটকি রেস্টে থাকলে'' তারা আরাম পায় না।তকন দেকলাম,এই আবালদের ছাইড়া দিলে তাগো বাড় বাইড়া যাইব।ভালা লেখকরা লেখব,না এই ছাগুগুলান তাড়াইব।তাই আমি ছাগতাড়ুয়া হইলাম।ব্লগের বৃহত্তর স্বার্থে নিজের খোলস ছাড়লাম।
comment by: হাসিব বলেছেন :
২০০৭-০৫-০৯ ১৭:৪৫:১৫

খাসি আর গরুতে কি একি পরিমান আদা রসুন লাগে ?
comment by: হোসেইন বলেছেন :
২০০৭-০৫-০৯ ১৭:৪৬:০৪

কৌশিক ভাইয়ের প্রশ্ন:
সামহোয়ারইনব্লগের ভূমিকা বর্তমান সময়ের হিসেবে মূল্যায়ন করুন। আমি ব্লগস্পটে ও ওয়ার্ডপ্রেসের বাংলা ও ইংরেজী মিলিয়ে অনেক চমৎকার ব্লগ দেখেছি যাদের লেখা অনেক মানসম্মত এই ব্লগের পোস্টগুলো থেকে। সে হিসাবে সামহোয়ারেরর অবস্থান নিতান্তই দরিদ্র মনে হয়েছে । পর্যালোচনামূলক মন্তব্য করুন।


হোসেইনের উত্তর:
ক.সামহোয়্যার হইল বাপে তাড়াইন্না,মায়ে খেদাইন্না পুলা। এর মা বাপ নাই।তারা এই সাইটটা কেন খুলছে আমি জানি না,তয় আমার মুনে লয় এইটা তাগো আসল কাজ না।এইটা একটা টেস্ট কেইস।তাই এইটারে তারা প্রফেশনালি হ্যান্ডেল করে না। ভালা প্রোগ্রামার দিয়া খালি হয় না,ভালা মার্কেটিং লাগে,ভালা ম্যানেজমেন্ট লাগে।এই গুলান কিছুই এই সাইটে তেমন ভালা না।তবে এইটা বাংলা ব্লগিংয়ের পরথম ধাপ।এই সমস্যাগুলান থেকে বাইরাইতে হইলে কিছু টাইম দিতে হইব।

২. অন্য ব্লগের লগে এই এই ব্লগ সাইটটা কোয়ালিটি দিয়া পারে না,কারন ঐ যে আগে কইলাম,ভালা পেলান নাই।তারপর,আপনে ভালো লেখা দেন,কমেন্ট পাইবেন ১০/১২টা,কিন্তু ছাগুর বিরুদ্ধে একটা কিছু লেখেন,কিংবা ছাগু লেখুক মানুষের বিরুদ্ধে,সেখানে আধাঘন্টার মাঝে কমেন্ট পাইবেন ৫০টা।এখন বলেন,আপনের ভালা লেখার কুনু উতসাহ থাকে?ভালা লেখার অভাবের জন্য,আমরা ব্লগাররাই দায়ী।
comment by: হেজাব বলেছেন :
২০০৭-০৫-০৯ ১৭:৫২:৪৬

পোষ্টের সাথে একমত এবং হোসেইন যথার্থই রম্যলেখক। সাধুবাদ রইল।
comment by: হোসেইন বলেছেন :
২০০৭-০৫-০৯ ১৭:৫৫:০২

আরিফ জেবতিক ভাইয়ের প্রশ্ন:
হোসেইনের মাঝে দুই ধরনের স্বত্তা দেখা যায়। এক হোসেইন সারা রাত আকন্দ আর ত্রিভুজের বিরুদ্ধে কমেন্ট মেরে যায়,আরেক হোসেইন ব্লগের বাথরুমে বেশিক্ষন থাকতে আমাদের নিষেধ করে।
এই দুই স্বত্তার মাঝে,আসল হোসেইন কোনটি?

হোসেইনের উত্তর:
বাথরুমে না থাকতে বলাই আসল হোসেইন।আমি কিন্তু আগে লগ না হইয়াই বেশি লেখা পড়তাম।একন বলেন ,আলভী যখন আপনার লেকা পইড়া কয় এইটা ইন্টেলেকচুয়াল মাস্টারবেশন,তখন এইটারে প্রটেস্ট তো কাউরে না কাউরে করতে হইব।সবাই তো আর ছাগুর মতো মোটা চামড়ার লোক নালেখার লগেই যুদি এসব কথা শুনতে হয় তাইলে তো আর আপনারা এই ব্লগে আইবেন না।ঝুমকার বিরুদ্ধে কথা কইয়া যুদি আমারে শুনতে হয় এইটা একটা আজাইরা পুস্টের ধান্দা ,তাইলে সেইটার বিরুদ্ধে তো আমারে দাড়ানো লাগে।নাইলে আর কেউ প্রতিবাদ করতে আইব না।
পিয়াল ভাই যখন ৩০০ পোস্টের ঘুষনা দেন,তখন যুদি তারে লইয়া কেউ অশ্লীল পোস্ট দেয়,তার বিরুদ্ধে কথা কওয়া আমাগো দায়িত্ব হইয়া যায়।
ব্লগের ভালো পরিবেশ থাকলে,আমরা নিজেগো মতো আরাম কইরা লিখতে পারি,হোসেইনরে আর কারো লগে তর্ক করতে হয় না।
comment by: আশরাফ রহমান বলেছেন :
২০০৭-০৫-০৯ ১৭:৫৮:৫০

হোসেইন- প্রথম দিকে আপনার ব্লগে সুদর্শন ও ভদ্র এক যুবকের ছবি দেখেছিলাম। কিন্তু ওই ছবি বাদ দিয়ে রগচটা ছবি ব্যবহারের হেতু কি?
comment by: চোর বলেছেন :
২০০৭-০৫-০৯ ১৮:০০:৪৮

আশরাফ সাহেব, ওই ছবি দেইখা নাকি সুমিদের কামভাব জাইগা উঠতো। :)

-----
হোসেইন ভাইয়ের উত্তর আমিই দিয়া দিলাম।
comment by: হোসেইন বলেছেন :
২০০৭-০৫-০৯ ১৮:০৪:২০

কৌশিক ভাইয়ের প্রশ্ন:
এছাড়া এর কমন ফ্রন্টপেইজ লেখার মান উন্নয়নের চেয়ে কমিউনিটি ডেভলপিং এর সুযোগ বেশী দিচ্ছে যেটা ব্লগিং এর সার্বজনীন উদ্দেশ্য ব্যহত করছে বলে অনেকে বিশ্বাস করে। এ বিষয়ে আপনার মতামত কি?

হোসেইনের উত্তর:
অসুবিদা কী।কমিউনিটি যুদি যুইত মতো ডেপেলাপ করে ,একটা প্রাপ্তির মুখে যুদি হাসি ফুটানো যায়,একটা লেখকদের সংঘের মতো তৈরী হয়,মানুষের সাথে মানুষের পরিচয় ঘটে ,আমি তাইলে কোন অসুবিধা দেখি না।
এইটা লেখার মান কমাবে কেমনে,এটা তো বাড়াইবে।আপনি যুদি একই দিনে নজমুল আলবাবের একটা গল্প পড়েন,দীক্ষক দ্রাবিড়ের একটা লেখা পড়েন,রাসেল ভাইয়ের একটা ঝাজাঁলো লেখা পড়েন,মুখফোড় কিংবা আরিফ জেবতিকের একটা রম্য পড়েন তাইলে তো আপনে নিজেই চিন্তা করবেন,হায় হায়,সবাই দেখি লেইখ্যা ফালায়,আমার কী হইব?এ গোরে ডিফিট দিতে হইব।
আপনে তখন আরো ভালো লেখতে আগাইয়া আসবেন।আপনার লেখা পইড়া লোকজন সাজেশন দিব,লেখার মান বাড়বো।
ব্লগিংয়ের আলাদা কুনু উদ্দেশ্য নাই,যে কোন মাধ্যমে লেখার উদ্দেশ্যই হচ্ছে প্রকাশ করা।ফন্ট পেজ থাকায় দ্রুত বেশি লোকের কাছে প্রকাশ করা যাচ্ছে,এটা তো ভালো।
comment by: হুদাই বলেছেন :
২০০৭-০৫-০৯ ১৮:০৭:০০

আজাইরা আর হুদাই এর মইদ্দে পার্তক্য কি?
comment by: হোসেইন বলেছেন :
২০০৭-০৫-০৯ ১৮:১০:০৮

বকলম ভাইয়ের প্রশ্ন:
কন, রুকু একটা কিন্তু সিজদা কেন দুইটা, নাক একটা তার ছিদ্র কেন দুইটা?
হোসেইনের উত্তর:
ক.রুকু দিতে মাজায় ব্যথা করে,তাই এইটা কম রাখা হয়েছে। মাজার জোর রাখা দরকার।(কেন দরকার সেইটা আমি কইতে পারব না,যারা চাইর বিয়া করে তাগোরে জিগান।)
খ.নাকের দুইটা ছিদ্র দিছে একটা দিয়া শ্বাস নিবেন,একটা দিয়া ছাড়বেন।দুইটার দুই কাম।তাছাড়া কুনু দুর্ঘটনায় একটা দিয়া শ্বাস না আসলে আরেকটারে
ইমার্জেন্সী গেইট হিসাবে ব্যবহার করিবেন।
comment by: কৌশিক বলেছেন :
২০০৭-০৫-০৯ ১৮:৩৪:০৯

লেখার মান বৃদ্ধির জন্য ফ্রন্টপেইজকে তথা এই ব্লগসাইটটি বাংলা ব্লগের সামগ্রিক উন্নয়নে পায়োনিয়ার ভূমিকা রাখছে বুঝলাম, কিন্তু ইউরোপ, স্টেটসে যেমন কোন স্থানীয় ও বৈদেশিক ঘটনার উপরে তীর্যক অনুসন্ধানী ব্লগ বের হচ্ছে সেধরণের ট্রেন্ড এখানে তেমন একটা দেখা যাচ্ছে না। মানে বলতে চাচ্ছি সাহিত্যের সাথে সাথে নিউজ ফলো-আপ ও এনালাইসিসেরও একটা চমৎকার সুযোগ এখানে রয়েছে তারপরেও কেবল খবর দেয়া নেয়া ছাড়া খবরের পেছনের খবর প্রকাশ হচ্ছে না। এক্ষেত্রে সাম্প্রতিক সময়ে ভার্জিনিয়ার টেক ম্যাসাকার সন্বন্ধ বলা যায়। ব্লগে যে পরিমান অনুসন্ধানী ও বিভিন্ন দৃষ্টিকোনের পর্যবেক্ষণ দেখেছি আমাদের এখানে ব্লগ তেমন বেশী কনটেমপরারী ইভেন্ট প্রেজেন্ট করছে না।
দ্বিতীয়তঃ ধর্মীয় মৌলবাদ অনেককাল যাবৎ ব্লগের প্রধান ইস্যু হয়ে আছে। কিন্তু গ্লোবাল ফেনোমেনা অনুযায়ী ক্লাইমেট চেঞ্জ ইমপ‌্যাক্ট, এইডস, এন্টি ইউএস প্লাটফর্ম ইত্যাদি বিষয় এখানে প্রধান আলোচ্য হতে পারছে না ।
এতে আমার মনে হচ্ছে, হয় এখানের ব্লগাররা সেমাত্রায় ঐ সমস্ত বিষয়ে কনসার্ন নয় অথবা তারা কেবল নির্বিরোধী সাহিত্যিক মানস এখানে প্রকাশের অবলম্বন বানায়।
এই ট্রেন্ডটাকে কতটুকু সত্য মনে করেন এবং পরিবর্তনটাকে জরুরী মনে করেন কিনা?
comment by: কৌশিক বলেছেন :
২০০৭-০৫-০৯ ১৮:৩৬:০৫

সামাজিক বিভিন্ন মূল্যবোধ সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়। এক্ষেত্রে ব্লগ নতুন কিছু দিকনির্দেশনা দিচ্ছে মনে করেন কি, এটা একটা কম্যুনিটি লেবেল এপ্রোচ ধরে?
comment by: কৌশিক বলেছেন :
২০০৭-০৫-০৯ ১৮:৩৬:৪০

(আজকে আমাকে সময় দেয়ার জন্য ধন্যবাদ, আপনাকে বাকী প্রশ্নগুলো আগামী কাল করবো)
comment by: শাহেনশাহ বলেছেন :
২০০৭-০৫-০৯ ১৮:৫২:১৩

সবচেয়ে বাজে নিজস্ব পোস্ট কোনটা?
comment by: লাল মিয়া বলেছেন :
২০০৭-০৫-০৯ ১৯:৫৪:২৪

শরমের কাম করছেন?
comment by: কেমিকেল আলী বলেছেন :
২০০৭-০৫-০৯ ২০:১১:২৯

আপনি এই ব্লগের কাকে কাকে একেবারেই সহ্য করতে পারেন না?
comment by: জাঝা বলেছেন :
২০০৭-০৫-০৯ ২০:১৪:০২

ছাগলের শিনার নাকি নলির মাংস, কোনটা বেশী চয়েস করেন। এবং কেনো?
comment by: লাল মিয়া বলেছেন :
২০০৭-০৫-০৯ ২০:১৫:০৯

কেমোনাছেন?
comment by: হোসেইন বলেছেন :
২০০৭-০৫-০৯ ২১:৪২:০৫

আনোয়ার সাদাত শিমুল ভাইয়ের প্রশ্ন:
১) ব্লগার হোসেইন আর ব্যক্তি হোসেইন-এর মাঝে কখনো দ্বন্দ্ব কিংবা সংঘাত হয়েছে?
২) আপনার প্রিয় ৫জন ব্লগারের নাম বলুন।
৩) মো: সুমির সাথে আপনার ঘনিষ্টতার প্রেক্ষাপট ও আগামীর সম্ভবনা কি?






হোসেইনের উত্তর:
১.ব্লগার হোসেইন ঝগড়াটে,ব্যক্তি হোসেইন মিশুক।ব্লগার হোসেইন ঠাস করে মুখের ওপর সত্য কথা বলতে পারে,ব্যক্তি হোসেইন পারে না।
....এগুলো হলো পার্থক্য।আর মিল হলো:
ব্লগার হোসেইন পাগল ছাগল দেখতে পারে না,ব্যক্তি হোসেইনও পারে না।ব্লগার হোসেইন আত্মরক্ষার জন্য আক্রমনকেই শ্রেয় মনে করে,ব্যক্তি হোসেইনও তাই।

২.প্রিয় ব্লগারদের সংখ্যাকে ৫ দিয়ে বেধে দেয়া মুশকিল।একেক জনের একেক কথা ভালো লাগে।যেমন আমার ইন্টারভিউ নেয়ায় কৌশিক ভাই আমার প্রিয় ব্লগার এখন,আপনে প্রশ্ন করায় আপনিও আমার প্রিয় ব্লগার,আর এই উত্তরটি যিনি পড়লেন,তিনিও আমার প্রিয় ব্লগার হলেন।

৩.মো.সুমি আমাকে ছ্যাকা দিয়েছে।এজ ইউজাল মন্দ কপাল।
comment by: জাঝা বলেছেন :
২০০৭-০৫-০৯ ২১:৪৬:০১

আপনি এই ব্লগের কাকে কাকে একেবারেই সহ্য করতে পারেন না?
comment by: আঈজুদ্দিন চৌধুরী বলেছেন :
২০০৭-০৫-০৯ ২১:৫৯:৪১

আপনি এই ব্লগের কাকে কাকে একেবারেই সহ্য করতে পারেন না?
comment by: শমশের আলম বলেছেন :
২০০৭-০৫-০৯ ২২:১০:৩০

আমাদের আকন্দ টিম নিয়া যদি কিছু মন্তব্য করতেন? যেমন আমি আপনে, আইজুদ্দি, ফজলু?
কোনদিন বাসায় দাওয়াত দিবেন আমগো?
comment by: হোসেইন বলেছেন :
২০০৭-০৫-০৯ ২২:১৭:২৫

(দিনের প্রশ্নগুলি মুলতবি থাকলো)
জাঝা ভাইয়ের প্রশ্ন:
আপনি এই ব্লগের কাকে কাকে একেবারেই সহ্য করতে পারেন না?

হোসেইনের উত্তর:
ফজলে এলাহী,আশরাফ আর সাদিক।
বাকিগুলা ছাগল হইলেও,এই গুলা হইল মেনি বিলাই।এইগুলা খুবই বিপজ্জনক।

comment by: আঈজুদ্দিন চৌধুরী বলেছেন :
২০০৭-০৫-০৯ ২২:১৮:৫২

আমাদের আকন্দ টিম নিয়া যদি কিছু মন্তব্য করতেন? যেমন আমি আপনে, আইজুদ্দি, ফজলু?
কোনদিন বাসায় দাওয়াত দিবেন আমগো?
এইডা কিণ্তু আসলে ছাগল নিবারন টীম
comment by: হোসেইন বলেছেন :
২০০৭-০৫-০৯ ২২:২৫:৩১

শমশের আলমের প্রশ্ন:
আমাদের আকন্দ টিম নিয়া যদি কিছু মন্তব্য করতেন? যেমন আমি আপনে, আইজুদ্দি, ফজলু?
কোনদিন বাসায় দাওয়াত দিবেন আমগো?



হোসেইনের উত্তর:
কখনো কখনো আল্লাহপাক তার সাধারন বান্দাদের উপরেও অনেক মহান কাজ করার দায়িত্ব দেন।আমি ,আপনে,আঈজুদ্দিন চৌধুরী,ফজল হইলাম আল্লাহর সেই মহান দায়িত্ব প্রাপ্ত খলিফা।বাংলাদেশের বিচার ব্যবস্থাকে ছাগলের হাত থাইকা বাচানোর জন্য আমাদের জীবন উতসর্গিত।তার ফাকে ফাকে আমরা নদীর সমস্যা,সুসুর সমস্যা এ গুলাও করে যাচ্ছি।
আমাদের দায়িত্ব আর বর্তমান সরকারের দায়িত্বের মা
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজত্ব আল্লাহ দিলে রাষ্ট্রে দ্বীন কায়েম আমাদেরকে করতে হবে কেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৮ ই মে, ২০২৪ ভোর ৬:০৬



সূরাঃ ৩ আলে-ইমরান, ২৬ নং আয়াতের অনুবাদ-
২৬। বল হে সার্বভৈৗম শক্তির (রাজত্বের) মালিক আল্লাহ! তুমি যাকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) প্রদান কর এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) কেড়ে... ...বাকিটুকু পড়ুন

মুক্তির কোরাস দল

লিখেছেন সেলিনা জাহান প্রিয়া, ০৮ ই মে, ২০২৪ সকাল ১০:২৫



ঘুমিয়ে যেও না !
দরজা বন্ধ করো না -
বিশ্বাস রাখো বিপ্লবীরা ফিরে আসবেই
বন্যা ঝড় তুফান , বজ্র কণ্ঠে কোরাস করে
একদিন তারা ঠিক ফিরবে তোমার শহরে।
-
হয়তো... ...বাকিটুকু পড়ুন

বাইডেন ইহুদী চক্তান্ত থেকে বের হয়েছে, মনে হয়!

লিখেছেন সোনাগাজী, ০৮ ই মে, ২০২৪ সকাল ১০:৪৮



নেতানিয়াহু ও তার ওয়ার-ক্যাবিনেট বাইডেনকে ইরান আক্রমণের দিকে নিয়ে যাচ্ছিলো; বাইডেন সেই চক্রান্ত থেকে বের হয়েছে; ইহুদীরা ষড়যন্ত্রকারী, কিন্তু আমেরিকানরা বুদ্ধিমান। নেতানিয়াহু রাফাতে বোমা ফেলাতে, আজকে সকাল থেকে... ...বাকিটুকু পড়ুন

আজ ২৫শে বৈশাখ। ১৬৩তম রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে আমার গাওয়া কয়েকটি রবীন্দ্রসঙ্গীত শেয়ার করলাম। খুব সাধারণ মানের গায়কী

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০৮ ই মে, ২০২৪ বিকাল ৩:০৫

আপনারা জানেন, আমি কোনো প্রফেশনাল সিঙ্গার না, গলাও ভালো না, কিন্তু গান আমি খুব ভালোবাসি। গান বা সুরই পৃথিবীতে একমাত্র হিরন্ময় প্রেম। এই সুরের মধ্যে ডুবতে ডুবতে একসময় নিজেই সুর... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব কবি

লিখেছেন সাইদুর রহমান, ০৮ ই মে, ২০২৪ বিকাল ৩:২৭

বৈশাখেরি পঁচিশ তারিখ
কবি তোমার জনম
দিন,
বহু বছর পার হয়েছে
আজও হৃদে, হও নি
লীন।

কবিতা আর গল্প ছড়া
পড়ি সবাই, জুড়ায়
প্রাণ,
খ্যাতি পেলে বিশ্ব জুড়ে
পেলে নভেল, পেলে
মান।

সবার ঘরেই গীতাঞ্জলী
পড়ে সবাই তৃপ্তি
পাই,
আজকে তুমি নেই জগতে
তোমার লেখায় খুঁজি
তাই।

যখন... ...বাকিটুকু পড়ুন

×