somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আইএসআই তালেবান আর হেফাজতের আদর্শিক মিল

২৯ শে নভেম্বর, ২০২০ ভোর ৪:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আধুনিককালে পৃথিবীর যেসব দেশেই ইসলামী মৌলবাদিরা ক্ষমতাশালী হয়েছে সেখানেই তাদের প্রথম আঘাতের স্বীকার হয়েছে ইট পাথরের নির্জীব ভাষ্কর্য, ঐতিহ্যবাহী স্থাপনা, মাজার, নান্দনিক উপাসনালয় এমনকি সেটি মসজিদ হলেও। কারণ শোভা-সৌন্দর্য-সুন্দর কোনকিছুই তাদের পছন্দ নয়। তারা অন্ধকারের মানুষ। মধ্যপ্রাচ্যে আগুণ ধরিয়েছে আইএসআই। পশ্চিমাদের ছত্রছায়ায় এই আগুন ছড়িয়েছে পালমিরা থেকে আলেপ্পো, সেখান থেকে মসুল হয়ে বাগদাদ অব্দি। যে ভূমিই এই জঙ্গিরা দখলে নেয় তাদের অবশ্যকরণীয় হয়ে দাঁড়ায় নারীদের শিক্ষা বন্ধ করে যৌনদাসী বানানো, এরপরই প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থাপনা আর ভাষ্কর্য ধ্বংস। এই সন্ত্রাসী গোষ্ঠীটি তাদের আয়ত্বের মাঝে ব্যাবীলিয়ন, পার্সিয়ান ও রোমান সাম্রাজ্যের ঐতিহ্যধারণকারী সমস্ত স্থাপনা ধ্বংস করে পৃথিবীর এক অপূরণীয় ক্ষতি করেছে। কারণ এই তিনটি মহান যুগই বহুত্ববাদ (Pluralism) আর বৈচিত্র্যকে (Diversity) ধারণ করেছে যা আসলে ক্যালডিয়ান্স, ইয়াজিদি ও অন্যান্য ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মাঝে সম্প্রীতির কথা বলে এবং বর্তমানে যাদের সাথে আইএসআই কোন ধরণের মানবিক ঐতিহ্য ভাগাভাগি করার তাগিদবোধ করে না। এই মৌলবাদীরা পৃথিবীর ইতিহাস শুরু করতে চায় জাহিলিয়্যাতের পর থেকে একথা প্রমাণ করবার জন্য যে এর আগে পৃথিবীতে কোন স্বর্ণালী সময় ছিল না, ইসলাম আসার পথ থেকেই এই গোল্ডেন ইরার শুরু। একারণেই ইসলামপূর্ব শান্তিবাদী ইতিহাস তাদের এত অপছন্দ। তর্জনী উঁচিয়ে, নুরানি দাড়ির মাঝের ওষ্ঠ বিগড়িয়ে, মূখনি:সৃত লালা দিগ্বিদিক ছড়িয়ে, কুৎসিত অঙ্গভঙ্গি আর গগনবিদারী চিৎকার করে বায়তুল মোকাররমের সামনের সড়কে মোল্লারা যে সাপ্তাহিক বয়ান জাতিকে প্রদান করে, আমার প্রশ্ন হল সেই বয়ানের কোন কোন ধারা আইএসআই বা তালেবানের মতাদর্শ থেকে ভিন্ন?

২০১৫ সালের মার্চে ইজরাইল থেকে প্রকাশিত দৈনিক হারেটজ পত্রিকায় এক কলামে আজিজ আবু সারাহ লেখেন, "কোন জাতিগত গোষ্ঠীকেই পুরোপুরি ধ্বংস করা যায় না যতক্ষণ না তাদের ইতিহাস ঐতিহ্যকে সমূলে উৎপাটন করা হয়। কারণ এখান থেকেই আবার মনুষ্যকুলের যাত্রা শুরু হয়। ভবিষ্যতকে কব্জা করতে তাই আইএসআই অতীতকে ধ্বংস করে চলেছে।”

আজ বাংলাদেশের বহুত্ববাদের কলিজা ধরে টান দিয়েছে এই হেফাজত। দুগ্ধপোষ্য শিশুও বোঝে এই হেফাজতই মধ্যপ্রাচ্যের আইএসআই এর বাংলাদেশি ভার্সন। এরা আরেকটু শক্তিশালী হলে হয়ত আরও পরিষ্কারভাবে তা পরিলক্ষিত হবে, সেদিন হয়ত কিছু করার থাকবে না কারো। কিন্তু বহু মানুষ সব বুঝেও নিশ্চুপ থাকার পথকেই শ্রেয় ভাবছে। একটি দেশ চোখের পলকে জঙ্গিরাষ্ট্রে রূপলাভ করে না, কয়েকযুগ সরকারী বেসরকারি নানা সংস্থা সংগঠনের প্রচেষ্টায় সফলভাবে একটি দেশ জঙ্গিদেশে পরিণত হয়। আফগানিস্তান আর পাকিস্তান থাকতে আমাদের আর কোন উদাহরণ দরকার আছে কি? ২০০৭ সালের ফেব্রুয়ারীতে প্রকাশিত 'দ্য ডন' পত্রিকার খবর থেকে জানা যায়, পাকিস্তানের মোল্লারা ঘোষণা দেয়, শিক্ষাব্যবস্থা থেকে দেশের প্রাচীন ইতিহাস তথা গান্ধারা সভ্যতা, মহেঞ্জোদাড়ো-হরোপ্পা, মৌর্য্যের ইতিহাস ইত্যাদি শিক্ষার্থীদের শেখানো যাবে না, এসব হিন্দুত্ববাদী ইতিহাস। শিক্ষামন্ত্রী সংসদে এর বিরোধিতা করলে ইসলামী মৌলবাদীরা জানায়, "ওগুলো আপনাদের ইতিহাস, আমাদের ইতিহাস শুরু হয়েছে মক্কা-মদিনা থেকে"। ডঃ সালাম পাকিস্তানের প্রথম নোবেলজয়ী। বিশ্বখ্যাত এই পদার্থবিজ্ঞানীকে দেশ ছাড়তে হয়েছে উগ্রবাদীদের হুংকারে। স্কুলের বইয়ে এই সালাম সম্পর্কে বলা হয়েছে তিনি নাস্তিক মুরতাদ, তার লেখা কোন বই পড়া যাবে না। ধর্ম অবমাননার অভিযোগে পাঞ্জাবের গভর্নর সালমান তাসিরকে উনত্রিশটি গুলি করে হত্যা করেছিল তারই দেহরক্ষী হুসাইন কাদরি। খুশিতে এই খুনীর নামে মৌলবাদীরা একটি মসজিদের নামকরণ করেছে। সেই মসজিদে মহান আল্লাহ পাকের পবিত্র কোরান পঠিত হয়, নবীর (স) নামে দরুদ পড়া হয়, সত্যিকারের মুসলমানেরা ওসব সহ্য করে। মূলত সমসাময়িক পৃথিবীর সাথে মুসলমানদের তাল মিলিয়ে চলতে সাংস্কৃতিক সমস্যা দেখা দিয়েছে।

২০০৭ সালে খুন হওয়ার আগে বেনজীর ভুট্টো বলেছিলেন, গণতন্ত্রহীনতার বিরুদ্ধে প্রতিশোধ হল আরও বেশি গণতন্ত্র। সদ্যমৃত শফির নেতৃত্বে বাংলাদেশে যে মোল্লাদের হিংসা, অসহিষ্ণুতা, উন্মত্ততা শুরু হয়েছে তার বিরুদ্ধে আমাদেরও প্রতিশোধ নিতে হবে আরও বেশি অহিংসা দিয়ে, আরো বেশি প্রেম দিয়ে, প্রীতি দিয়ে, আরও বেশি বাঙ্গালীত্ব চর্চার মধ্য দিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে-বাইরে উপন্যাস থেকে সত্যজিৎ রায় একই নামে একটি ছবি তৈরি করেছিলেন। সিনেমার শুরুতেই নায়িকা বিমলার উক্তি, ‘আমি আগুনের ভেতর দিয়ে বেরিয়ে এসেছি। যেটুকু পুড়বার পুড়ে ছাই হয়ে গেছে, আর যেটুকু বাকি আছে তার আর মরণ নেই।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনার কর্ণকুহরে এ দাবী পৌঁছুবে না স্বত্বেও বলতে চাই, আপনার মরণ ছাড়া আর হারাবার কিছু নেই, কিন্তু বাংলাদেশকে দেবার আছে অনেক। মৌলবাদের সাথে আপস করলে বঙ্গবন্ধুর বাংলাদেশ বাংলাস্তানে পরিণত হবে। কন্যা হয়ে তা কী করে আপনার চাওয়া হতে পারে!


২৮ নভেম্বর ২০২০
জাহিদ কবীর হিমন
বার্লিন থেকে
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০২০ ভোর ৪:২৭
৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমিও যাবো একটু দূরে !!!!

লিখেছেন সেলিম আনোয়ার, ১৮ ই এপ্রিল, ২০২৪ বিকাল ৪:২২

আমিও যাবো একটু দূরে
যদিও নই ভবঘুরে
তবুও যাবো
একটু খানি অবসরে।
ব্যস্ততা মোর থাকবে ঠিকই
বদলাবে শুধু কর্ম প্রকৃতি
প্রয়োজনে করতে হয়
স্রষ্টা প্রেমে মগ্ন থেকে
তবেই যদি মুক্তি মেলে
সফলতা তো সবাই চায়
সফল হবার একই উপায়।
রসুলের... ...বাকিটুকু পড়ুন

যে দেশে সকাল শুরু হয় দুর্ঘটনার খবর দেখে

লিখেছেন এম ডি মুসা, ১৮ ই এপ্রিল, ২০২৪ রাত ৮:১১

প্রতি মিনিটে দুর্ঘটনার খবর দেখে অভ্যস্ত। প্রতিনিয়ত বন্যা জলোচ্ছ্বাস আসে না, প্রতিনিয়ত দুর্ঘটনার খবর আসে। আগে খুব ভোরে হকার এসে বাসায় পত্রিকা দিয়ে যেত। বর্তমানেও প্রচলিত আছে তবে... ...বাকিটুকু পড়ুন

আমাদের দাদার দাদা।

লিখেছেন নাহল তরকারি, ১৮ ই এপ্রিল, ২০২৪ রাত ৮:৫৫

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী।

আমার দাদার জন্মসাল আনুমানিক ১৯৫৮ সাল। যদি তার জন্মতারিখ ০১-০১-১৯৫৮ সাল হয় তাহলে আজ তার বয়স... ...বাকিটুকু পড়ুন

জেনে নিন আপনি স্বাভাবিক মানুষ নাকি সাইকো?

লিখেছেন মোহাম্মদ গোফরান, ১৮ ই এপ্রিল, ২০২৪ রাত ১১:১৮


আপনার কি কারো ভালো সহ্য হয়না? আপনার পোস্ট কেউ পড়েনা কিন্তু আরিফ আর হুসাইন এর পোস্ট সবাই পড়ে তাই বলে আরিফ ভাইকে হিংসা হয়?কেউ একজন মানুষকে হাসাতে পারে, মানুষ তাকে... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। মুক্তিযোদ্ধা

লিখেছেন শাহ আজিজ, ১৯ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:২১



মুক্তিযুদ্ধের সঠিক তালিকা প্রণয়ন ও ভুয়া মুক্তিযোদ্ধা প্রসঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘দেশের প্রতিটি উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি রয়েছে। তারা স্থানীয়ভাবে যাচাই... ...বাকিটুকু পড়ুন

×