
ওগো ফাগুন মেয়ে আগুন চোখে চেয়ে আছো
বলতো দেখি ফাগুন পিয়াসীর বুকে
কতটা আর্তনাদে ফাগুন আসবে তবে?
সে কবে, সে কবে, তোমার আপন হবে?
কতটা স্বপ্ন হারিয়ে গেলে
স্বপ্ন সত্যি হবে,
কতটা সময় ফুরিয়ে গেলে
সময়টা থেমে যাবে!
কতটা দৃষ্টি ঝাপসা হলে
সৃষ্টি ধরা দিবে,
কতটা ব্যথায় ব্যথিত হলে
হাতটা টেনে নিবে!
সে কবে, সে কবে, সে শুধু আমার হবে!
ফাগুন পিয়াসীর তৃষ্ণা কি মিটিয়ে দিবে?
১৬.০১.২০১৬, রাত ৭.০০, ওজন পার্ক, নিউ ইয়র্ক।
# ছবি গুগল
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৬:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




