somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আমি এক যাযাবর..................

আমার পরিসংখ্যান

যাযাবর৮১
quote icon

কি যে করি ভেবে মরি
উড়াই স্বপ্নের নীল ঘুড়ি,
যেখানে নেই কোন সিমান্ত
হয়ে গেছি আমি এক উদভ্রান্ত।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

বাবুন

লিখেছেন যাযাবর৮১, ০৮ ই মে, ২০১৬ দুপুর ১:২৫



ছোটন সোনা বাবুন মণি
চাঁদের কণা সুখের খনি,
মায়ের কোলে থাকবি সুখে
দিলাম চুমু জাদুর মুখে।

আমার বাবা উঠলো হেসে
মায়ের মন নাচলো শেষে,
জড়িয়ে বুকে জুড়াই প্রাণ
বাবুন মোর খোদার দান।

০৩.০০, রাত, ০৮.০৫.২০১৬, ওজন পার্ক, নিউ ইয়র্ক।

# ছবি গুগল। বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১১৩ বার পঠিত     like!

যাবে কেন চলে

লিখেছেন যাযাবর৮১, ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৫২



মনেতে ভাবের দিয়েছে দোলা
আজ হৃদয়ের দ্বার যে খোলা,
যা কিছু বলিব আপন করে
যতনে রাখিব তোমায় ধরে।

সকাল সাঁঝেতে তোমারে চাই
তোমার মাঝেতে আমারে পাই,
মায়া দিয়ে প্রাণে ফাগুন আনো
সুর আর গানে জীবন দানো।

ভুলে যেতে চাই সকল দুখ
তুমি ছাড়া নাই আসল সুখ,
মোরে যাও বলে স্বপন... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৩৬ বার পঠিত     like!

হোক তবে শেষ

লিখেছেন যাযাবর৮১, ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৩২



যদি ভেবে থাকো প্রিয়া
করেছ ভুল কাছে এসে,
তবে বুঝে নিবো আজ
ছিঁড়েছে টান অবশেষে।

তাই ভাবো বুঝি তারে
চাইছো ফিরে বাহুডোরে,
আমি চলে যাবো দূরে
আসবো নারে মৃত ঘরে !

ব্যথা নিয়ে প্রাণে বলি
হাতে সময় আছে বেশ,
যদি যেতে চাও ভুলে
এখনি হোক তবে শেষ।

০২.০০, রাত, ১৯.০৪.২০১৬, ওজন পার্ক, নিউ ইয়র্ক।

#... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯৬ বার পঠিত     like!

ভূমিকম্প

লিখেছেন যাযাবর৮১, ২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:১৯



ভূমিকম্পে বড়ই কম্পিত
ভীষণ ভাবেই শঙ্কিত !
কল্পনায় করেছি অঙ্কিত
ক্ষতির ভাবনায় প্রকম্পিত !

০৬.০০, বিকাল, ১৮.০৪.২০১৬, ওজন পার্ক, নিউ ইয়র্ক।



বি: দ্র: আজকাল আমাদের অনেক উন্নতি হয়েছে। আমরা বাঁশ দিয়ে ভবন তৈরী করে দেখিয়েছি যে আমরা অসম্ভব কে সম্ভব করতে পারি। যাই হোক বড় কোনো ভূমিকম্প হলে আমাদের শক্তিশালী... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১০৩ বার পঠিত     like!

ভোম্বল

লিখেছেন যাযাবর৮১, ০৯ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:২৩



গায়ে দিয়ে কম্বল
শুয়ে আছে ভোম্বল,
পেটে নাকি অম্বল
ফাঁকি ঝুকি সম্বল !

কাজে কামে নাইকো
খানা পিনা চাইকো,
লিখা পড়া ঠনঠন
নিবে হাতে লণ্ঠন।

০৬.০০, বিকাল, ০৮.০৪.২০১৬, ওজন পার্ক, নিউ ইয়র্ক।

# ছবি গুগল। বাকিটুকু পড়ুন

১৪ টি মন্তব্য      ১৭৩ বার পঠিত     like!

বাঁচার অধিকার

লিখেছেন যাযাবর৮১, ০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩২



বিচারের প্রহসন এ রাজনীতির ছায়ায়
জেগে উঠোরে জনতা একে অন্যের মায়ায়,
অশ্রু সমবেদনায়ে মিলবে না আর যে মুক্তি
অত্যাচার সয়ে সয়ে থাকার আছে কি যুক্তি?
অগ্নিসম বিদ্রোহেতে জ্বলে উঠুক অন্তর
স্লোগানেতে মুখরিত জাগে মুক্তির প্রান্তর,
বজ্র কন্ঠে শোষিতরা বিচার চাও বিচার
অধিকার চাই আমরা বাঁচার মত বাঁচার।

০৯.০০ রাত, ০৪.০৪.২০১৬, ওজন... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৭৯ বার পঠিত     like!

দৃপ্ত স্লোগান

লিখেছেন যাযাবর৮১, ২৮ শে মার্চ, ২০১৬ সকাল ৭:১৯



মন পুড়ে যায় করি হায় হায়
পাপ কুড়ে খায় সময় হারায়,
চুপ করে থাক জ্বলে সব খাক
ধূপ নিভে যাক সুবাস হারাক।
আয় তনু আয় ফিরে না চায়
প্রাণ উড়ে যায় বাঁচা যে দায় !

ঐ পশুর দল খুবলে খায় দেশ
ও অসুর বল্ কোথায় তোর শেষ?
জাগ্ জাতি জাগ্... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১২৪ বার পঠিত     like!

সূর্যের উদয়

লিখেছেন যাযাবর৮১, ০৮ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৪৯



এ হার হার নয়রে জয়ের চেয়ে বেশি
জয় দূরে নয়রে জাগো বাংলাদেশী,
হাতে রেখে হাত গর্জে উঠার পালা
পরাজয়ের ঘাত ভুলিব না জ্বালা !

বিজয়ের পথে আসুক যত বাধা
বিশ্বাসের সাথে ঝেড়ে ফেলি দ্বিধা,
দেশপ্রেমে এক হই আমাদের হবে জয়
আমরাও কম নই হবে সূর্যের উদয়।

০৬.০৩.২০১৬, রাত ০৯.০০, ওজন পার্ক,... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১১০ বার পঠিত     like!

খেলার শ্লোগান

লিখেছেন যাযাবর৮১, ০৬ ই মার্চ, ২০১৬ ভোর ৬:৪৪



১.
ইন্ডিয়ারে ইন্ডিয়া
যাবি এবার কান্দিয়া,
পরাজয়ের বিন্দিয়া
পরাই দিব বান্ধিয়া।

২.
বাঘের সাথেতে লড়াই
আজ ভেঙ্গে দিব বড়াই,
খেলাতে যাব ছাড়াই
আমরা যে কাওকে হারাই।

৩.
হারিয়ে দিলাম লঙ্কা পাকি
আছে এখন ইন্ডিয়া বাকি,
গর্জে উঠে বাঘেরা ডাকি
পালাবে আজ দাদারা নাকি।

৪.
ফাটিয়ে দিব
সাটিয়ে দিব
বুঝিয়ে দিব
এই জয়টা নিব।

৫.
হৈ... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ৮৮৮৮ বার পঠিত     like!

মরণ বাঁধ

লিখেছেন যাযাবর৮১, ০৫ ই মার্চ, ২০১৬ সকাল ৭:২৮



এখানে নদী ছিল প্রমত্তা যৌবনা
এখানেই যে হাসিত মুক্ত প্রাণের বন্যা,
চির প্রাণদায়িনী নদী মায়ের মত
জীবন তৃষ্ণা মিটাত তার জল অবিরত।
আজ নেই স্রোতেরো ধারা বিরাণ বালুরি চর
নদী যে পথহারা বেদনারি নহর,
শুষ্ক প্রাণের আকুতি বাঁচিবার আছে সাধ
তুলে নিলাম প্রণতি ভেঙ্গে দাও মরণ বাঁধ।

০২.০৩.২০১৬,... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ১৪৫ বার পঠিত     like!

এশিয়া কাপ ২০১৬

লিখেছেন যাযাবর৮১, ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১২:৫৩



খেলার মাঠে পাকি
বাঘের সাথে নাকি,
খাইছে কঠিন ঝাঁকি
রইছে কদিন বাকি।
আয়রে দাদা ডাকি
জোরে সদা হাঁকি,
জয়ের আশা আঁকি
কাপের নেশায় থাকি।

০৩.০৩.২০১৬, দুপুর ১২.৩০, ওজন পার্ক, নিউ ইয়র্ক।





# ছবি গুগল বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯৫ বার পঠিত     like!

সবিতা

লিখেছেন যাযাবর৮১, ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৫:৪৯



পটে আঁকা সবিতা
নির্বাক হয়েই কবিতা,
হৃদয়ে জেগেছে ফাগুন
কন্ঠে সুরের আগুন।
জাগিয়ে দাও গো প্রাণে
সপ্ত সুরের গানে,
ভুলিয়ে দাও আজ ব্যথা
বলিবে না বলা কথা !
হারিয়ে মুক্তির উল্লাসে
দেখিবে জীবন উচ্ছাসে,
রঙ্গে রাঙ্গা ভুবন
মধুর মায়াবী জীবন।

১২.০২.২০১৬, বিকাল ৪.৩০, ওজন পার্ক, নিউ ইয়র্ক।

# ছবি গুগল বাকিটুকু পড়ুন

১১ টি মন্তব্য      ১৫৬ বার পঠিত     like!

বিনি সুতোর মালা

লিখেছেন যাযাবর৮১, ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৫



যখনি সময় হলো হাতে হাত রাখার
যখনি সময় হলো কাছে কাছে থাকার,
তখনি বাজিয়ে গেলে ভাঙ্গনের ঘন্টা
তখনি পুড়িয়ে দিলে রাঙ্গানো মনটা!

স্বপন ধূসর কালো পদে পদে বাধার
জীবন পায়নি আলো ছেয়ে গেল আঁধার,
আপন বলেই আমি এতো বুঝি জ্বালা
ছিঁড়না বধূরে তুমি বিনি সুতোর মালা।

০৫.০২.২০১৬, সকাল ৮.০০, ওজন পার্ক, নিউ... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৩৭৫ বার পঠিত     like!

চোকো বাবু

লিখেছেন যাযাবর৮১, ২৬ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৬:৫৪



চোকো বাবু চোকো বাবু
টাকা গুনে হও কাবু ,
বসে তুমি একা একা
নাই বুঝি পড়া লিখা?

মুখখানি করে ভার
লিখাপড়া নাই স্যার,
পরিবারে অভাব বড়
বাপে বলে আয় করো।

কত টাকা হলো আজ
তা জেনে নাই কাজ,
ওমা চাল্লু দেখি
চারিদিকে দেখে শিখি।

চোকো বাবুর কি আর দোষ
মনে কত জমে... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১২৬ বার পঠিত     like!

ফাগুন পিয়াসী

লিখেছেন যাযাবর৮১, ১৭ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৬:৫৩



ওগো ফাগুন মেয়ে আগুন চোখে চেয়ে আছো
বলতো দেখি ফাগুন পিয়াসীর বুকে
কতটা আর্তনাদে ফাগুন আসবে তবে?
সে কবে, সে কবে, তোমার আপন হবে?

কতটা স্বপ্ন হারিয়ে গেলে
স্বপ্ন সত্যি হবে,
কতটা সময় ফুরিয়ে গেলে
সময়টা থেমে যাবে!
কতটা দৃষ্টি ঝাপসা হলে
সৃষ্টি ধরা দিবে,
কতটা ব্যথায় ব্যথিত হলে
হাতটা... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১৬৯ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৪৬২৮৩ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ